৬ মাস পর গরু পাচার মামলায় জামিন পেলেন অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডল। গত ১৬ মাস ধরে দিল্লিতে তিহাড় জেলে বন্দি ছিলেন তিনি। সেখানেই বন্দি রয়েছেন সুকন্যার বাবা অনুব্রত মণ্ডলও। বুধবার গরু পাচারের ঘটনায় ইডি যে মামলা দায়ের করেছিল তার শুনানি ছিল দিল্লি হাইকোর্টে। সেই মামলাতেই জামিন পেয়েছেনন সুকন্যা। ২০২৩ সালের ২৬ এপ্রিল ইডির হাতে গ্রেপ্তার হন অনুব্রত কন্যা। তারপর থেকেই বন্দি ছিলেন তিহাড় জেলে। এই একই মামলায় অনুব্রতও তিহাড়ে বন্দি। এদিন শুনানির পর দিল্লি হাইকোর্টের তরফে জামিন দেওয়া হয় সুকন্যাকে। সুকন্যা মণ্ডল গ্রেপ্তার হওয়ার প্রায় সাড়ে আট মাস আগে গরু পাচার মামলায় গ্রেপ্তার হয়েছিলেন বীরভূমের বেতাজ বাদশা অনুব্রত মণ্ডল। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে অনুব্রতকে তিহাড় জেলে বন্দি রাখা হয়। এরপরে ওই একই মামলার তদন্তে অনুব্রত কন্যা সুকন্যাকে একাধিক বার তলব করা হয়। দিল্লিতে ইডি দপ্তরে গিয়ে হাজিরা দেন সুকন্যা। ২০২৩ সালের ২৬ এপ্রিলই সুকন্যাকে দিল্লি থেকে গ্রেপ্তার করে ইডি।
Related Posts
এক টানা প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল প্রদেশ
ভারী বৃষ্টি হিমাচল প্রদেশের বিভিন্ন অংশে। ১২৮ টি রাস্তা বৃষ্টির জেরে বন্ধ করে দেওয়া হয়েছে। বৃষ্টির ফলে ধস এবং বন্যা পরিস্থিতিও তৈরি হয়েছে। হাওয়া অফিস হিমাচলে ইতিমধ্যেই অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে। বৃষ্টির সঙ্গে বাজও বাড়তি মাথাব্যাথার কারণ হয়েছে। নদীগুলিতে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। ভারী বৃষ্টি হয়েছে নাহানে। সেখানে ১৬৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। সান্ধোলে বৃষ্টি […]
ওড়িশা উপকূলে ক্রুজ মিসাইল ‘নির্ভয়’-এর সফল পরীক্ষা
দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্রুজ ক্ষেপণাস্ত্র ‘নির্ভয়’-এর পরীক্ষা সফল হল ওড়িশা উপকূলে। বৃহস্পতিবার ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন’ (ডিআরডিও)-এর তরফে ওড়িশার চাঁদিপুরে ক্ষেপণাস্ত্রটির পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়েছে। ডিআরডিও-র ওই পরীক্ষা সফল হয়েছে। ডিআরডিও জানিয়েছে, নিখুঁত ভাবেই উৎক্ষেপণ করা হয়েছে ভারতের অন্যতম নির্ভরযোগ্য এই ক্রুজ ক্ষেপণাস্ত্রের। বৃহস্পতিবার ডিআরডিও এই নির্ভয় মিসাইলের পরীক্ষা করেছে। রেঞ্জ সেন্সর, ইলেক্ট্রো-অপটিক্যাল এবং […]
পুলিশের হাত থেকে বাঁচতে পুকুরে মরণঝাঁপ, জলে ডুবে মৃত্যু অসমের নাবালিকা গণধর্ষণের মূল অভিযুক্তের
শনিবার ভোররাতে পুলিশের হাত থেকে বাঁচতে ধিং এলাকার স্থানীয় একটি পুকুরে ঝাঁপ দেয় সে। পুকুরেই ডুবে মৃত্যু হয় অভিযুক্ত তফজ্জুল ইসলামের। অসম পুলিশ সূত্রে জানা যাচ্ছে, ধিং এলাকার ১৪ বছরের নাবালিকাকে গণধর্ষণে মূল অভিযুক্ত ছিল এই তাফজ্জুল ইসলাম। এ দিন ভোররাতে তাকে পুকুর পাড়ে নিয়ে গিয়ে ঘটনার পুনর্গঠন করছিল পুলিশ। সে সময় আচমকাই পালানোর চেষ্টা […]