বেঙ্গালুরু বিস্ফোরণকাণ্ডে কাঁথি থেকে দুই মূল পাণ্ডাকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। দিনহাটায় ভোটপ্রচারে গিয়ে এই ইস্যুতে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘আজ আসার আগে শুনলাম, ওদের একটা ছেলে আছে,বলেছে ব্যাঙ্গালোরে একটা বোমা পড়েছিল, বাংলায় লুকিয়ে ছিল। ২ ঘণ্টার মধ্যে ধরে ফেলেছি। বলে নাকি বাংলা সেফ নয়,বলছি তোর দিল্লি সেফ।’ এদিন নাম না করেই ফের একবার বাংলার বিজেপি নেতাদের আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বেঙ্গালুরু ক্যাফেতে ভয়াবহ বিস্ফোরণ কাণ্ডে বিরাট সাফল্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ-র। ঘটনায় মাস্টারমাইন্ড মুসাভির হুসেন শাহিব ও সহযোগী আবদুল মথিন তাহাকে গ্রেফতার করেছে এনআইএ। গত ১ মার্চ বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফেতে বিস্ফোরণের ঘটনায় অভিযুক্ত এই দু’জন বলে দাবি এনআইএ-র।
Related Posts
হেলিকপ্টারে উঠতে গিয়ে পড়ে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ভোট প্রচারের মাঝেই ফের চোট
আসানসোলের কুলটিতে জনসভায় যোগ দিতে যাওয়ার সময় হেলিকপ্টারের ভিতরে পড়ে গিয়ে চোট পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এ দিন হেলিকপ্টারের ভিতরেই হোঁচট খেয়ে পড়ে যান মুখ্যমন্ত্রী৷ হেলিকপ্টারের সিঁড়ি বেয়ে ওঠার পর আসনে বসতে গিয়ে কোনওভাবে হোঁচট খেয়ে পড়ে যান মুখ্যমন্ত্রী৷ এ দিন দুর্গাপুর থেকে কুলটি যাওয়ার কথা ছিল মমতার৷ দুর্গাপুরে হেলিকপ্টারের সিঁড়ি বেয়ে উঠে ভিতরে প্রবেশের […]
‘আমি মোবাইল পুকুরে ফেলেননি, আমার কাছে সিসিটিভি ফুটেজও রয়েছে, সবটাই সিবিআইয়ের সাজানো ঘটনা’, দাবি জীবনকৃষ্ণ সাহার
সুপ্রিমকোর্টে জামিন পাওয়ার পর সেই জীবনকৃষ্ণ দাবি করলেন, তিনি মোবাইল পুকুরে ফেলেননি! সেই সঙ্গে বিধায়ক জানালেন, তাঁর কাছে সিসিটিভি ফুটেজও রয়েছে। সব প্রমাণ দিয়ে দেবেন তিনি। নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছিলেন জীবন। অভিযোগ উঠেছিল, বিধায়কের বাড়িতে তল্লাশির সময় তিনি মোবাইল দু’টি ছাদ থেকে ছুড়ে পুকুরে ফেলে দিয়েছিলেন। দু’দিন ধরে পাম্প চালিয়ে পুকুর থেকে […]
‘কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সঙ্গে মালবাহী ট্রেনের দুর্ঘটনায় রেলকর্মীদের একাধিক ত্রুটি’, দাবি ডিআরএমের
একটা বা দু’টো নয় ৷ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের সঙ্গে মালবাহী ট্রেনের দুর্ঘটনার পিছনে রয়েছে একাধিক ত্রুটি ৷ আর সেই কথা স্বীকার করে নিলেন উত্তর-পূর্ব সীমান্ত রেলের কাটিহার ডিভিশনের ডিআরএম সুরেন্দ্র কুমার ৷ মঙ্গলবার সকালে তিনি দুর্ঘটনাস্থলে রেল লাইনের মেরামতির কাজ খতিয়ে দেখতে যান ৷ সেখানেই একাধিক গাফিলতির কথা জানালেন তিনি ৷ তাঁর দাবি অনুযায়ী, প্রযুক্তিগত ত্রুটির […]