লোকসভা নির্বাচনের ইস্তাহার প্রকাশ করল লালু প্রসাদ যাদবের রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)। শনিবার ইস্তাহার পাঠ করেন আরজেডি নেতা তথা বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব। ইস্তাহারকে তাঁরা ‘পরিবর্তনপত্র’ বলে উল্লেখ করেছেন। তাতে মোট ২৪টি পরিবর্তনের প্রতিশ্রুতিও দিয়েছেন। তালিকায় সরকারি চাকরি থেকে শুরু করে গ্যাসের দাম হ্রাস- রয়েছে একাধিক আশ্বাস। ইস্তাহার প্রকাশের সময়ে তেজস্বী জানান, তাঁরা ‘পরিবর্তনপত্র’ তৈরির সময়ে বিহারের মূল সমস্যাগুলিতে নজর রেখেছেন। তাঁর কথায়, ‘‘২০২৪ সালের জন্য আমরা মোট ২৪টি প্রতিশ্রুতি নিয়ে এসেছি। আমরা ক্ষমতায় এলে এই ২৪টি প্রতিশ্রুতি পূরণ করবই। বিহারের উন্নয়ন সংক্রান্ত অনেক ইস্যুকে মাথায় রেখে এই ইস্তাহার তৈরি করেছি।’’ তেজস্বী বলেন, ‘‘যদি ‘ইন্ডিয়া’ ক্ষমতায় আসে, আমরা সারা দেশে এক কোটি বেকার যুবককে সরকারি চাকরি দেব। এই মুহূর্তে বেকারত্ব আমাদের দেশের উন্নয়নের পথে সবচেয়ে বড় প্রতিবন্ধক। বিজেপি এই ইস্যু নিয়ে কথাই বলে না। ওরা ২ কোটি চাকরির প্রতিশ্রুতি দিয়েছে ঠিকই, কিন্তু আমরা যা বলি, তা-ই করে দেখাই। আমরা এক কোটি সরকারি চাকরি দেব।’’ ক্ষমতায় এলে আগামী ১৫ অগস্ট থেকে চাকরির নিয়োগপত্র দেওয়া শুরু করবেন বলে জানিয়েছেন তেজস্বী। তিনি বলেন, ‘‘আমরা ক্ষমতায় এলে মানুষ বেকারত্ব থেকে মুক্তি পাবে। তা শুরু হবে ১৫ অগস্ট থেকেই। এ ছাড়া, রাখিবন্ধন উপলক্ষে প্রতি বছর আমরা দেশের দরিদ্র বোনদের এক লক্ষ টাকা করে দেব। গ্যাস সিলিন্ডার মানুষ পাবেন মাত্র ৫০০ টাকায়।’’ ইস্তাহারে পুরনো পেনশন প্রকল্প (ওপিএস) ফিরিয়ে আনার প্রতিশ্রুতিও দিয়েছে আরজেডি। এ-ও বলা হয়েছে, ‘ইন্ডিয়া’ ক্ষমতায় এলে বিহারকে বিশেষ মর্যাদা প্রদান করা হবে। যোগাযোগ ব্যবস্থা উন্নত করার জন্য বিহারে পাঁচটি নতুন বিমানবন্দর তৈরি করবে বলে ইস্তাহারে জানিয়েছে আরজেডি। বিমানবন্দরগুলি তৈরি হবে পূর্ণিয়া, ভাগলপুর, মুজফ্ফরপুর, গোপালগঞ্জ এবং রক্সৌলে।
Related Posts
মাঝ আকাশে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস বিমানে আগুন
মাঝ আকাশে বিপত্তি। উড়ন্ত বিমানের একটি ইঞ্জিনে আগুন ধরে যায়। নজরে পড়তেই তড়িঘড়ি করে বেঙ্গালুরু আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে বিমানটি। হতাহতের খবর নেই। শনিবার রাত ১১টার পর ১৮৫ জন যাত্রীকে নিয়ে বেঙ্গালুরু থেকে বিমানটি কোচির উদ্দেশে রওনা দেয়। মাঝ আকাশে পৌঁছতেই একটি ইঞ্জিনে আগুন ধরে যায়। যাত্রীদের সতর্ক করেই কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ […]
অশ্লীল ভিডিও কাণ্ডে শর্ত সাপেক্ষ জামিনে জেলের বাইরে প্রাক্তন প্রধানমন্ত্রীর ছেলে এইচ ডি রেভান্না
প্রজ্জ্বল রেভান্না অশ্লীল ভিডিও কাণ্ডে সম্প্রতি কর্ণাটকের পারাপান্না জেল থেকে শর্তসাপেক্ষ জামিন মেলে এইচ ডি রেভান্নার। শর্তসাপেক্ষ জামিনে মুক্তির পর এবার এইচ ডি রেভান্না হাজির হন এইচ ডি দেবেগৌড়ার বাসভবনে। যাঁকে দেখে ক্যামেরার ফ্ল্যাশ ঝলসে উঠতে শুরু করে অহরহ। এদিকে প্রজ্জ্বল রেভান্না সেক্স ভিডিয়োকাণ্ডে সম্প্রতি নয়া মোড় সামনে আসে। প্রজ্জ্বল রেভান্নার বিরুদ্ধে যে মহিলা অভিযোগ দায়ের […]
কর্নাটকে অপহরণের পর মাদক খাইয়ে গণধর্ষণ তরুণীকে, গ্রেফতার অভিযুক্ত দুই ইনস্টাগ্রাম ফ্রেন্ড
ফের অপহরণ করে গণধর্ষণের অভিযোগ। শুক্রবারেরই ঘটনা। প্রকাশ্যে এল এ দিন। কোচিং সেন্টার থেকে ফেরার পথে বৃহস্পতিবার সন্ধেবেলায় অসমের নগাঁওয়ে গণধর্ষণের শিকার হতে হয়েছিল বছর চোদ্দর এক কিশোরীকে। এর ২৪ ঘণ্টার মধ্যেই কর্নাটকের উদুপিতে বছর চব্বিশের এক তরুণীকে অপহরণ করে মাদক খাইয়ে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। অভিযুক্তদের একজনের সঙ্গে ওই তরুণীর ইনস্টাগ্রামে পরিচয় ছিল […]