গত রবিবারই নিজেদের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেছেস ভারতীয় জনতা পার্টি৷ ইস্তেহার প্রকাশকালে উপস্থিত ছিলেন নরেন্দ্র মোদি, অমিত শাহ, জেপি নাড্ডা, রাজনাথ সিং, নির্মলা সীতারমণের মতো নেতৃত্বেরা৷ ইস্তেহার প্রকাশের পরে তাঁদের সঙ্কল্প পত্র নিয়ে বিশদে আলোচনাও করেন মোদি৷ আর তার পরের দিনই সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে ফের ‘এক দেশ, এক নির্বাচন’ প্রসঙ্গ তুললেন তিনি৷ এদিনের সাক্ষাৎকারে মোদি বলেন, ‘‘এক দেশ এক নির্বাচন আমাদের অঙ্গীকার৷ আমরা এ বিষয়ে সংসদেও আলোচনা করেছি৷ আমরা একটা বিশেষ কমিটি তৈরি করেছিলাম৷ সেই কমিটি রিপোর্টও জমা দিয়েছে৷ এই এক দেশ এক নির্বাচনের বিষয়ে দেশের বহু মানুষই তাঁদের সমর্থন প্রকাশ করেছেন৷ অনেকেই অনেক অভিনব পরামর্শ দিয়েছেন কমিটিকে৷ সেই রিপোর্টের পরামর্শ কার্যকর করলে ভীষণভাবে উপকৃত হবে ভারতবর্ষ৷’’ নিজেদের নির্বাচনী ইস্তেহারেও বিজেপি উল্লেখ করেছে যে, এই লোকসভা নির্বাচনে জয়ী হয়ে তারা ক্ষমতায় এলে দেশে ‘এক দেশ এক নির্বাচন’এবং ‘অভিন্ন দেওয়ানি বিধি’ লাগু করবে তারা৷ ইস্তেহারে বিজেপি জানিয়েছে, এক দেশ এক নির্বাচন নিয়ে ইতিমধ্যেই গত বছরের সেপ্টেম্বর মাসে একটি কমিটি তৈরি করা হয়েছিল৷ দেশজুড়ে একই সঙ্গে লোকসভা এবং বিধানসভা নির্বাচন করা যায় কি না সে বিষয়েই আলোচনা তথ্যানুসন্ধান করেছে প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বাধীন কমিটি৷ কমিটি তাদের ১৮,৬২৬ পাতার রিপোর্ট গত মাসেই রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মূর কাছে জমা দিয়েছে৷ রিপোর্টে ২১, ৫৫৮ জন মানুষের মতামত নথিভুক্ত করা হয়েছে৷ যার মধ্যে ৮০ শতাংশই এক সঙ্গে নির্বাচন করার প্রক্রিয়াকে সমর্থন করেছেন৷ বিপক্ষে মত দিয়েছেন মাত্র ৪ হাজার ২১৬ জন৷
Related Posts
‘ফলাফলে প্রভাব খাটাতে দেশজুড়ে ১৫০ জেলাশাসককে ফোন করেছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’, অভিযোগ জয়রামের
দেশের ৫৭টি লোকসভা কেন্দ্রে চলছে অন্তিম দফার ভোটগ্রহণ। ভোট গ্রহণ শেষ হওয়ার আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে ভয়ংকর অভিযোগ আনলেন জাতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ। শনিবার বিকেল ৪টে ৩৬ মিনিট নাগাদ এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে এই অভিযোগ করেন কংগ্রেস নেতা। জয়রাম অভিযোগ করলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ ধরে ধরে গোটা দেশের সব জেলা […]
রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হচ্ছে ইডি- সিবিআইকে: রাহুল
তামিলনাড়ুতে জনসভায় গিয়ে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে একের পর এক বাক্যবাণ ছুঁড়লেন রাহুল গান্ধী। তামিলনাড়ুর তিরুনেলভেলিতে গিয়ে রাহুল গান্ধী অভিযোগ করেন, ইডি, সিবিআই, আয়কর দফতরকে বার বার ব্যবহার করা হচ্ছে রাজনৈতিক অস্ত্র হিসেবে। এমনকী নির্বাচন কমিশনারকেও পছন্দ করেন প্রধানমন্ত্রী। শুধু তাই নয়, নির্বাচনের মাত্র ২ মাস আগে কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ‘ফ্রিজ’ করে দেওয়া হয় বলে […]
উধমপুরের পাওয়ার গ্রিড স্টেশনে ভয়াবহ আগুন
সাতসকালে উধমপুরের পাওয়ার গ্রিড স্টেশন ভয়াবহ আগুন লাগে। ঘটনাটি ঘটেছে উধমপুর জেলার বাত্তাল বাল্লিয়ান শিল্প এলাকায়। আগুন দেখে ঘটনাস্থলে দমকল বাহিনীকে ডাকা হয়। দমকলের গাড়ি এসে আপাতত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। যদিও এখনও নিয়ন্ত্রণে আসেনি। তবে কীভাবে আগুন লাগল তা এখনও জানা যায়নি। অন্যদিকে, এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই।