‘দেশের প্রতিটি প্রান্তে ভালবাসার দোকান খুলুন, ঘৃণাকে উৎখাত করে ফেলুন’, ভোটারদের বার্তা দিলেন রাহুল গান্ধি

আজ থেকে শুরু হল ২০২৪ সালের লোকসভা ভোট। মোট সাত দফায় ভোট হবে গোটা দেশে। শুক্রবার প্রথম দফা ভোট শুরু হওয়ার পরই ভোটারদের জন্য বার্তা দিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। তিনি নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, ‘গণতন্ত্রকে রক্ষা করতে দেশের প্রতিটি প্রান্তে ভালবাসার দোকান খুলুন। ঘৃণাকে দেশ থেকে উৎখাত করে ফেলুন’। তিনি আরও লেখেন, আজ থেকে প্রথম দফার ভোট শুরু হচ্ছে। ভোটারদের প্রতিটি ভোট দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে। বিগত ১০ বছরে দেশের উন্নতির হিসাব অনুসারে ভোট দিন। প্রসঙ্গত, শুক্রবার থেকে লোকসভার প্রথম দফার ভোট শুরু হল। প্রথম দফায় ১০২ টি আসনের জন্য ভোটগ্রহণ হবে। দেশের মোট ২১ টি রাজ্যে হচ্ছে এই ভোট। প্রথম দফায় কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গাডকারি, সর্বনন্দা সোনেওয়াল, ভূপেন্দ্র যাদব, গৌরব গগৌয় সহ আরও নেতাদের ভাগ্য নির্ধারিত হবে। ২০২৪ থেকে শুরু করে ২০২৯ দুবারই সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করেছিল বিজেপি। এবার ফের তৃতীয়বারের জন্য মোদি সরকার ক্ষমতায় আসতে পারেন কিনা সেটাই দেখার জন্য অপেক্ষা করতে হবে ৪ জুন পর্যন্ত। 

error: Content is protected !!