রাজ্যপালের বিরুদ্ধে ওঠা শ্লীলতাহানির অভিযোগ নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার বর্ধমান পূর্ব লোকসভা আসনে রায়নায় নির্বাচনী প্রচারে ধুয়ে দিলেন রাজ্যপালকে। সি ভি আনন্দ বোসকে নিশানা করে মুখ্যমন্ত্রী বললেন, “রাজভবনে একটা ছোট মেয়ের সঙ্গে কী করেছেন রাজ্যপাল। সেখানেই রাতে থেকে এলেন প্রধানমন্ত্রী। আমি মেয়েটির কান্নার ভিডিও দেখেছি।পরপর দুবার শ্লীলতাহানি হয়েছে।” শ্লীলতাহানির অভিযোগের আবহে রাজভবনে মোদি রাত্রিবাস করলেও, কেন এ বিষয়ে একটি কথাও বললেন না সে প্রশ্নও ছুড়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরই পাশাপাশি মুখ্যমন্ত্রী বলেন, “গত দুবছরে আমরা দিয়েছি বিনা পয়সার রেশন। প্রধানমন্ত্রী শুধু মিথ্যা কথা বলছেন। বিনা পয়সার রেশন, বিদ্যুত, গ্যাস দিচ্ছে বলছেন। একটাও কেউ চোখে দেখতে পাইনি। এই মিথ্যার জবাব দিতে ভোট বাক্সে ভোটটা বন্ধ করে দিতে হবে, যাতে আর কোনওদিন ফিরে না আসতে পারে।” মোদির নাম না করে বলেন, সবাই চোর উনি সাধুবাবা। মুখ্যমন্ত্রীর জানান, “বর্ধমান শস্যভান্ডার। এখানকার চালের জিআই ট্যাগ পেয়েছি। লক্ষ্মীর ভান্ডারে টাকা বেড়েছে। যতদিন বাঁচবেন এই টাকা পাবেন মা বোনেরা। কেন্দ্র মানুষের বাঁচার অধিকার কেড়ে নিয়েছে। ওষুধের দাম বাড়িয়ে দিয়েছে। ব্লাড সুগারের ওষুধেরও দাম বেড়েছে। ওরা চাকরি বিক্রি করেছে, মানুষ বিক্রি করেছে, ধর্ম বিক্রি করেছে। আর কী করবে। দেশের সব টাকা লুঠ করেছে। এখন দেশ এবং সংবিধানকে শেষ করার খেলায় মেতেছে। ওরা ১০০ দিনের টাকা, আবাসের টাকা দিচ্ছে না। আমরা ৫০ দিনের কাজের গ্যারেন্টি দিচ্ছি। কেন্দ্রের ভরসায় বলে না থেকে আমরাই ১১ লক্ষ বাড়ির জন্য দুটো কিস্তিতে ১ লক্ষ ২০ হাজার টাকা আমরা দেব।”
Related Posts
শোকজের পর এবার সেন্সর, ২৪ ঘন্টা প্রচার করতে পারবেন না বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়
এর আগেই তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে শোকজ করেছিল নির্বাচন কমিশন, ভোটের মুখে এবার তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ‘সেন্সর’ করল কমিশন। । আগামী ২৪ ঘন্টা প্রচার করতে পারবেন না তিনি। একইসঙ্গে চিঠিটি বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎপ্রকাশ নাড্ডাকেও পাঠানো হয়েছে। এই বিষয়ে ইতিমধ্যেই বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। আজ সোমবার বিকেল ৫টা থেকে […]
মালদা সুজাপুরে ভোট-হিংসায় জখম তৃণমূলের পোলিং এজেন্ট সহ একাধিক কর্মী, অভিযুক্ত কংগ্রেস
বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরীর বিক্ষিপ্ত কিছু অভিযোগ করেন বুথে ঢুকে ভোটারদের প্রভাবিত করছেন তৃণমূল কাউন্সিলর-রা ৷ এই ঘটনা বাদ দিলে বেলা ৩টে পর্যন্ত মোটের উপর শান্তিপূর্ণ ভোটগ্রহণই চলছে মালদা দক্ষিণ কেন্দ্রে ৷ এবার দুষ্কৃতীদের হাতে তৃণমূলের পোলিং এজেন্ট ও কর্মীদের আক্রান্ত হওয়ার খবর সামনে এল ৷ মালদা দক্ষিণে সুজাপুর বিধানসভার গয়েশবাড়ি অঞ্চলের ১১৫ নং […]
বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে একাধিক লরির সংঘর্ষ, স্তব্ধ যান চলাচল
সাত সকালেই বিপত্তি বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে পর পর একাধিক লড়ির সংঘর্ষ, স্তব্ধ হয়ে পড়েছে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের একটি লেন। বন্ধ এক্সপ্রেসওয়ের এয়ারপোর্টগামী লেন। দক্ষিনেশ্বরগামী লেন দিয়েই আপাতত চালানো হচ্ছে গাড়ি। জানা গেছে, এদিন সকালে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের প্রমোদনগর থেকে একটি ট্রলার বেলঘড়িয়া এক্সপ্রেসওয়েতে উঠছিল। সেই সময় ট্রলারটিকে দেখে থেমে যায় এয়ারপোর্টগামী একটি লরি। আর সেই লরির পেছনে থাকা […]