রুদ্ধশ্বাস ম্যাচে ২৪ রানে জয়ী কলকাতা নাইট রাইডার্স। এদিন কেকেআর বোলাররা শুরু থেকেই উইকেট তুলে নিয়ে চাপ দিতে শুরু করে মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে৷ নিন্দের পাহাড় চুড়োর তলায় থাকা স্টার্ক বোঝালেন কেন তিনি জাত বোলার৷ চাপের মুখে তিনি এদিন প্রথমেই ইশান কিষানকে আউট করে দেন৷ তিনি এদিন টসে হারার পর কেকেআরকে ব্যাট করতে পাঠায় মুম্বই ইন্ডিয়ান্স৷ ভেঙ্কটেশ আইয়ার ও সুপার সাব মণীশ পাণ্ডে ছাড়া পুরো ব্যর্থ কেকেআরের ব্যাটিং অর্ডার। শেষ পর্যন্ত ১৯.৫ ওভারে ১৬৯ রান অল আউট হয়ে যায় কেকেআর৷ ঘরের মাঠে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় মুম্বই ইন্ডিয়ান্স। এদিন কেকেআরের ব্যাটিং অর্ডারে শুরু থেকেই ধস নামে। একের পর এক উইকেট হারিয়ে চাপে পড়ে যায় নাইটরা। ৫৭ রানের মধ্যে কেকেআরের অর্ধেক টিম সাজঘরে ফেরত চলে যায়। ফিল সল্ট ৫, সুনীল নারিন ৮, আংক্রিশ রঘুবংশী ১৩, শ্রেয়স আইয়ার ৬, রিঙ্কু সিং ৯ রান করে আউট হন। টপ অর্ডারের ৩টি উইকেট নেন নুয়ান তুশারা। একদিক থেকে ইনিংস ধরে রাখেন ভেঙ্কটেশ আইয়ার। তাকে সঙ্গে দেন ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নামা মনীশ পাণ্ডে। দুজনের ব্যাটে ভর করে কিছুটা ম্যাচ ফেরে কেকেআর। প্রয়োজন মত আক্রমণাত্মক শটও খেলেন দুই অভিজ্ঞ ব্যাটার। নিজের অর্ধশতরান পূরণ করেন ভেঙ্কটেশ আইয়ার। ভেঙ্কটেশ আইয়ার ও মণীশ পাণ্ডে মিলে ৮৩ রানের পুার্টনারশিপ করেন। ৪২ রান করে আউট হন মণীশ পাণ্ডে৷ জুটি ভাঙতেই ফের ধস নামে কেকেআরের ব্যাটিংয়ে। ভেঙ্কটেশ আইয়ারের সঙ্গে ভুল বোঝাবুঝির কারণে ৭ রান করে রান আউট হন আন্দ্রে রাসেল। রমনদীপ সিং ২ ও মিচেল স্টার্ক খাতা না খুলেই বুমারাহের শিকার হন। শেষ পর্যন্ত ৭০ রান করে জসপ্রীত বুমরাহের তৃতীয় শিকার হন ভেঙ্কটেশ আইয়ার। ১৯.৫ ওভারে ১৬৯ রানে অলআউট হয়ে যায় কেকেআর। এই রান নিয়ে মুম্বইয়ের বিরুদ্ধে লড়াই করার কাজটা যথেষ্ট কঠিন। যত খারাপ ফর্মেই থাকুক না কেন, ঘরের মাঠে তারাও জিততে মরিয়া ছিল। খাতায়-কলমে প্লে অফে ওঠার অঙ্ক হার্দিকের কাছেও রয়েছে। কিন্তু কেন তারা লিগ টেবিলে নয় নম্বরে স্থানে রয়েছে, তা আবার প্রমাণ করে দিলেন হার্দিক পাণ্ডিয়ারা। একের পর এক উইকেট পড়ল মুম্বইয়ের। তাদেরও ডোবাল টপ অর্ডার। ঈশান কিশান, রোহিত শর্মা, নমন ধীর সকলেই অল্প রানে ফিরে গেলেন। অধিনায়ক হার্দিক পাণ্ডিয়ার অবস্থাও আলাদা কিছু নয়। সুনীল নারিন আর বরুন চক্রবর্তীর স্পিন মন্ত্রে রীতিমত দিশেহারা দেখাচ্ছিল মুম্বই ব্যাটিংকে। একমাত্র সূর্যকুমার যাদব কিছুটা চেষ্টা করলেও সেটা যথেষ্ট ছিল না। বিশ্বকাপের আগে তাঁকে বিধ্বংসী ফর্মে দেখে খুশি হবেন দেশের ক্রিকেটভক্তরা। কিন্তু মুম্বই সমর্থকদের মুখে হাসি ফুটল না। তিনি ফিরে গেলেন ৫৭ রান করে। আর সূর্যের আলো নেভার সঙ্গেই প্লে অফের মেরিন ড্রাইভে অন্ধকার নেমে এল মুম্বইয়ের জন্য। শেষ পর্যন্ত কলকাতা জিতল ২৪ রানে।
Related Posts
৬৭ রানে জয়ী সানরাইজার্স হায়দ্রাবাদ
সানরাইজার্স হায়দ্রাবাদ: ২৬৬/৭ (ট্রেভিস হেড ৮৯, অভিষেক শর্মা ৪৬, শাহবাজ আহমেদ ৫৯ (অপরাজিত)দিল্লি ক্যাপিটালস : ১৯৯/৮ (জ্যাক ফ্রেজার ৬৫, অভিষেক পোড়েল ৪২, ঋষভ পন্থ ৪৪) ৬৭ রানে জয়ী সানরাইজার্স হায়দ্রাবাদ। আজ প্রথম ছয় ওভারে আগুনে ব্যাটিংয়ের দৌলতে স্কোরবোর্ডে বিনা উইকেটে ১২৫ রান তুলে ফেলে নিজামের শহরের টিম। আর পিছনে ফিরে তাকাতে হয়নি। ঘরের মাঠে প্রথম […]
কেকেআরের ঝড়ে উড়ে গেল হায়দরাবাদ, তৃতীয় বার আইপিএল চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স
কলকাতা নাইট রাইডার্স আবার আইপিএল চ্যাম্পিয়ন। ১০ বছর পর আবার। ফাইনালে সহজ জয় ছিনিয়ে নিল শ্রেয়স বাহিনী। ৮ উইকেটে তারা হারাল সানরাইজার্স হায়দরাবাদ। মাত্র ১০.৩ ওভারে ১১৪ রান তুলে নেন গুরবাজ-ভেঙ্কটেশরা। এই নিয়ে তৃতীয় বার আইপিএল চ্যাম্পিয়ন শাহরুখ খানের টিম। প্রথমে ব্যাট করে সানরাইজার্স করল মাত্র ১১৩ রান। আইপিএল ফাইনালের নিরিখে যে স্কোর নিমিত্তমাত্র। সেই […]
কাজে এলো না রোহিতের শতরান, ২০ রানে জয়ী চেন্নাই সুপার কিং
চেন্নাই সুপার কিংস: ২০৬/৪ ঋতুরাজ ৬৯, দুবে ৬৬, হার্দিক ২/৪৩)মুম্বই ইন্ডিয়ান্স: ১৮৬/৬ (রোহিত ১০৫*, পাথিরানা ৪/২৮)২০ রানে জয়ী চেন্নাই সুপার কিং ওয়াংখেড়েতে একেবারে টানটান লড়াইয়ের সাক্ষী থাকলেন দর্শকরা। ধোনি ধামাকা থেকে রোহিতের দুরন্ত ইনিংস- রবিবারের সন্ধ্যা জমিয়ে দিলেন ভারতীয় দলের দুই অধিনায়ক। টসে জিতে চেন্নাইকে ব্যাট করতে পাঠায় হার্দিক। শুরুতে সাফল্যও পায় মুম্বই। দলের ৮ রানের মাথায় প্রথম […]