অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শাহরুখ খান

হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন শাহরুখ খান। প্রচণ্ড গরমে আচমকা অসুস্থ হয়ে পড়েন বলিউড বাদশা। সঙ্গে সঙ্গে শাহরুখকে গুজরাতের আহমেদাবাদের কে ডি হাসপাতালে ভর্তি করা হয়। প্রচণ্ড গরমের জেরেই শাহরুখ হঠাৎ অসুস্থবোধ করতে থাকেন বলে জানা যায়। গত দুইদিন ধরেই আমদাবাদে রয়েছেন শাহরুখ। মঙ্গলবার আমদাবাদে কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। ট্র্যাভিস হেড, অভিষেক শর্মাদের কার্যত দুরমুশ করে পিটে ফাইনালে চলে গিয়েছে নাইটরা। শাহরুখের আনন্দের সীমা ছিল না। কাল খেলার পরে একাই মাঠ কাঁপিয়েছেন শাহরুখ। যেরকম কিং খান শো দেখতে অভ্যস্ত ইডেনের ক্লাব হাউসের সামনের লন বা লোয়ার টিয়ার। কিন্তু আমদাবাদে গত দু’দিন তাপমাত্রা কার্যত মাত্রা ছাড়িয়েছিল। গুজরাতের পাঁচ জেলায় তাপমাত্রা ৪৫ ডিগ্রি ছাড়িয়ে গিয়েছিল। আমদাবাদেও প্রায় একই অবস্থা। আগেরদিন রীতিমত লাল সতর্কতা জারি করে আবহাওয়া দফতর।  তাল কাটে তারপরেই। সূত্রের খবর, গত কয়েকদিন ধরেই টানা ছোটাছুটি করছিলেন বলিউড তারকা। এমনিতেই তাঁর শিডিউলে দম ফেলার জায়গা নেই। তার ওপর প্রবল গরমে কাল হাঁসফাঁস অবস্থা ছিল আমদাবাদে। ম্যাচের পরে অনেক রাত করে আমদাবাদের আইটিসি নর্মদা হোটেলে নিজের সুইটে ফেরেন বলিউড বাদশা। তখন থেকেই অসুস্থতা অনুভব করেন। যদিও শুরুতে আমল দেননি তিনি। কিন্তু ভোরের দিকে অসুস্থতা বাড়তে পাঁচতারা হোটেলের পক্ষ থেকেই খবর দেওয়া হয় চিকিৎসকের কাছে। কোনও ঝুঁকি নিতে চাননি তাঁরা। শাহরুখকে সটান আমদাবাদের কেডি হাসপাতালে পাঠানো হয়। প্রাথমিক চিকিৎসার পরে খানিক সুস্থ বোধ করেন নায়ক। চিকিৎসকরা জানান, প্রবল গরমে ডিহাইড্রেশন থেকেই এই সমস্যা। পরে অবশ্য তাঁকে ছেড়ে দেওয়া হয়।

error: Content is protected !!