হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন শাহরুখ খান। প্রচণ্ড গরমে আচমকা অসুস্থ হয়ে পড়েন বলিউড বাদশা। সঙ্গে সঙ্গে শাহরুখকে গুজরাতের আহমেদাবাদের কে ডি হাসপাতালে ভর্তি করা হয়। প্রচণ্ড গরমের জেরেই শাহরুখ হঠাৎ অসুস্থবোধ করতে থাকেন বলে জানা যায়। গত দুইদিন ধরেই আমদাবাদে রয়েছেন শাহরুখ। মঙ্গলবার আমদাবাদে কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। ট্র্যাভিস হেড, অভিষেক শর্মাদের কার্যত দুরমুশ করে পিটে ফাইনালে চলে গিয়েছে নাইটরা। শাহরুখের আনন্দের সীমা ছিল না। কাল খেলার পরে একাই মাঠ কাঁপিয়েছেন শাহরুখ। যেরকম কিং খান শো দেখতে অভ্যস্ত ইডেনের ক্লাব হাউসের সামনের লন বা লোয়ার টিয়ার। কিন্তু আমদাবাদে গত দু’দিন তাপমাত্রা কার্যত মাত্রা ছাড়িয়েছিল। গুজরাতের পাঁচ জেলায় তাপমাত্রা ৪৫ ডিগ্রি ছাড়িয়ে গিয়েছিল। আমদাবাদেও প্রায় একই অবস্থা। আগেরদিন রীতিমত লাল সতর্কতা জারি করে আবহাওয়া দফতর। তাল কাটে তারপরেই। সূত্রের খবর, গত কয়েকদিন ধরেই টানা ছোটাছুটি করছিলেন বলিউড তারকা। এমনিতেই তাঁর শিডিউলে দম ফেলার জায়গা নেই। তার ওপর প্রবল গরমে কাল হাঁসফাঁস অবস্থা ছিল আমদাবাদে। ম্যাচের পরে অনেক রাত করে আমদাবাদের আইটিসি নর্মদা হোটেলে নিজের সুইটে ফেরেন বলিউড বাদশা। তখন থেকেই অসুস্থতা অনুভব করেন। যদিও শুরুতে আমল দেননি তিনি। কিন্তু ভোরের দিকে অসুস্থতা বাড়তে পাঁচতারা হোটেলের পক্ষ থেকেই খবর দেওয়া হয় চিকিৎসকের কাছে। কোনও ঝুঁকি নিতে চাননি তাঁরা। শাহরুখকে সটান আমদাবাদের কেডি হাসপাতালে পাঠানো হয়। প্রাথমিক চিকিৎসার পরে খানিক সুস্থ বোধ করেন নায়ক। চিকিৎসকরা জানান, প্রবল গরমে ডিহাইড্রেশন থেকেই এই সমস্যা। পরে অবশ্য তাঁকে ছেড়ে দেওয়া হয়।
Related Posts
সলমান খানের ওপর হামলার ষড়যন্ত্র, গ্রেফতার চারজন
প্রতিনিয়ত বিপদে রয়েছেন বলিউড অভিনেতা সলমান খান। তাকে আবারো হামলার ষড়যন্ত্র করা হচ্ছে। তবে মুম্বাই পুলিশ এই চেষ্টা নস্যাৎ করে দিয়েছে। নবি মুম্বই পুলিশ চারজনকে গ্রেফতার করেছে।গ্রেফতারকৃত চার অভিযুক্ত লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য। নভি মুম্বই পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা পানভেলে সালমান খানের গাড়িতে হামলার পরিকল্পনা করেছিল।গাড়িটিকে ছদ্মবেশ দেওয়ার জন্য পাকিস্তান থেকে সরবরাহকারীর কাছ থেকে অস্ত্র সংগ্রহের […]
খাদ্য়ে বিষক্রিয়া, মুম্বইয়ের হাসপাতালে ভর্তি অভিনেত্রী জাহ্নবী কাপুর
খাদ্য়ে বিষক্রিয়া। হাসপাতালে ভর্তি জাহ্নবী কাপুর! নায়িকার ভক্তদের জন্য খারাপ খবর, দক্ষিণ মুম্বইয়ের এইচএন রিলায়েন্স হাসপাতালে ভর্তি শ্রীদেবী কন্যা। জানা গিয়েছে, খাদ্যে বিষক্রিয়ার জেরে হাসপাতালে ভর্তি হয়েছেন সুন্দরী। বিয়ে বাড়ির ঘোর কাটবার আগেই চেন্নাই গিয়েছিলেন অভিনেত্রী। তাঁর এক ঘনিষ্ঠ সূত্র জানায়, মঙ্গলবার চেন্নাই থেকে ফেরবার সময় এয়ারপোর্টে কিছু খেয়েছিলেন নায়িকা। বাড়ি ফেরার পর থেকেই অসুস্থবোধ […]
দীপিকার পরে ‘অস্কার’এর সামাজিক পাতায় সম্মানিত হলেন আলিয়া
দীপিকা পাড়ুকোনের পরে এবার আলিয়া ভাট! ‘কলঙ্ক’ ছবিতে ‘ঘর মোর পরদেশিয়া’ গানে নৃত্য পরিবেশনের জন্য আলিয়া ভাটকে ‘গ্লোবাল স্টার’ এর তকমা দিল অস্কার পুরস্কারের সোশ্যাল মিডিয়া পেজ। ছবিতে গানটি গেয়েছেন শ্রেয়া ঘোষাল এবং বৈশালী মাহাদে। এবং কোরিওগ্রাফ করেছেন রেমো ডি’সুজা। অভিনেত্রী তাঁর ইনস্টাগ্রামে রিলটি পুনরায় পোস্ট করেছেন। টিম ‘কলঙ্ক’কে ট্যাগ করেছেন। কয়েক সপ্তাহ আগে, ইনস্টাগ্রামে দীপিকার প্রশংসা করেছিল অস্কার। ‘বাজিরাও মস্তানি’ ছবিতে ‘দিওয়ানি […]