দীপিকা পাড়ুকোনের পরে এবার আলিয়া ভাট! ‘কলঙ্ক’ ছবিতে ‘ঘর মোর পরদেশিয়া’ গানে নৃত্য পরিবেশনের জন্য আলিয়া ভাটকে ‘গ্লোবাল স্টার’ এর তকমা দিল অস্কার পুরস্কারের সোশ্যাল মিডিয়া পেজ। ছবিতে গানটি গেয়েছেন শ্রেয়া ঘোষাল এবং বৈশালী মাহাদে। এবং কোরিওগ্রাফ করেছেন রেমো ডি’সুজা। অভিনেত্রী তাঁর ইনস্টাগ্রামে রিলটি পুনরায় পোস্ট করেছেন। টিম ‘কলঙ্ক’কে ট্যাগ করেছেন। কয়েক সপ্তাহ আগে, ইনস্টাগ্রামে দীপিকার প্রশংসা করেছিল অস্কার। ‘বাজিরাও মস্তানি’ ছবিতে ‘দিওয়ানি মস্তানি’ গানে তাঁর পারফরম্যান্সের জন্য। সেই গানটিও গেয়েছিলেন শ্রেয়া এবং কোরিওগ্রাফি করেছিলেন রেমো।
Related Posts
‘রামায়ণ’-এর ৩টি ফ্র্যাঞ্চাইজিরই সহ প্রযোজক থাকবে আন্তর্জাতিক মানের প্রযোজনা সংস্থা!
এবার নাকি হলিউডে নিজেকে প্রমাণ করতে চলেছেন রণবীর কাপুর। প্রযোজক সম্ভবত ওয়ার্নার ব্রাদার্স। এমনই গুঞ্জন বলিউডে। শোনা যাচ্ছে, নীতেশ কুমারের ‘রামায়ণ’ ট্রিলজির নাকি প্রযোজনা করতে চলেছে। ঘটনা সত্যি হলে রণবীর-সাই পল্লবী-যশ অভিনীত ছবি আন্তার্জাতিক স্তরে উঠবে। ইতিমধ্যেই মুম্বইয়ের ফিল্ম সিটিতে ছবির শুটিং শুরু হয়েছে। অনুরাগীরা সেট থেকে দশরথের চরিত্রে অরুণ গোভিল এবং কৈকেয়ী চরিত্রে লারা […]
টুলুস ফিল্ম ফেস্টিভ্যালে সেরা চলচ্চিত্রের পুরস্কার পেল ’12th Fail’
বিধু বিনোদ চোপড়া পরিচালিত বিক্রান্ত ম্যাসি এবং মেধা শঙ্কর অভিনীত ’12th Fail’ ছবিটি টুলুজ ফিল্ম ফেস্টিভ্যালের ৯তম সংস্করণে সেরা চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে। ছবির প্রযোজক-পরিচালক বিধু বিনোদ চোপড়ার টিম এ তথ্য জানিয়েছেন। ইনস্টাগ্রামে এই খবর প্রকাশ করে লেখা হয়েছে, ’12th Fail টুলুজ ফিল্ম ফেস্টিভ্যালে ভারতীয় সিনেমা বিভাগে সেরা চলচ্চিত্রের খেতাব পেয়েছে। এই ভালবাসার জন্য সবাইকে ধন্যবাদ। […]