৬ বছর পর পর্দায় ফিরছেন প্রীতি

প্রায় ৬ বছর পর ‘লাহোর ১৯৪৭’ ছবি দিয়ে তিনি বলিউডে প্রত্যাবর্তনের জন্য প্রস্তুত ‘সোলজার’ অভিনেত্রী প্রীতি জিন্টা। এত বছর পরে কাজে ফেরা অভিনেত্রীর জন্য বেশ চ্যালেঞ্জিং। কারণ তাঁর দুই সন্তান। মেয়ে জিয়ার বয়স আড়াই বছর মাত্র। ছেলে একটু বড়। একটি সাক্ষাত্কারে, অভিনেত্রী সম্প্রতি জানিয়েছেন তিনি কেন এতটা সময় নিলেন বলিউডে ফিরতে। অভিনেত্রী তাঁর ব্যক্তিগত জীবনে মনোযোগ দিয়েছেন। অভিনয় ছাড়াও আরও অনেক কিছু করতে চান তিনি। তাঁর কথায়, “আমি চলচ্চিত্র করতে চাইনি। আমি ব্যবসায় ফোকাস করছিলাম। আমি আমার ব্যক্তিগত জীবনে ফোকাস করতে চেয়েছিলাম। লোকেরা ভুলে যায় যে অভিনেত্রীদের একটি ব্যক্তিগত জীবনও থাকে। আমি ইন্ডাস্ট্রির কাউকে ডেট করিনি। তাই আমার ব্যক্তিগত জীবন অনেকের কাছেই অজানা।” তিনি আরও বলেন, “জীবনে অ্যাডভেঞ্চার বিষয়টি দুর্দান্ত। তবে জীবনকে ভালভাবে যাপন করতে ভুলে গেলে চলবে না । তাই আমি সন্তান নিতে চেয়েছিলাম। ব্যবসাও করতে চেয়েছিলাম। পাশাপাশি নিজের উপর ফোকাস করতে চেয়েছিলাম। নিজের ভিতরের অভিনেতাকে বাঁচিয়ে রাখতে চেয়েছিলাম।” এসবের পাশাপাশি কাজের জগতে ইক্যুয়ালিটি নিয়েও মুখ খুলেছেন অভিনেত্রী। তিনি বলেন, ‘পার্থক্য আছে, থাকবে। প্রকৃতির মধ্যেও তো পার্থক্য আছে। ”

error: Content is protected !!