কলকাতা নাইট রাইডার্স আবার আইপিএল চ্যাম্পিয়ন। ১০ বছর পর আবার। ফাইনালে সহজ জয় ছিনিয়ে নিল শ্রেয়স বাহিনী। ৮ উইকেটে তারা হারাল সানরাইজার্স হায়দরাবাদ। মাত্র ১০.৩ ওভারে ১১৪ রান তুলে নেন গুরবাজ-ভেঙ্কটেশরা। এই নিয়ে তৃতীয় বার আইপিএল চ্যাম্পিয়ন শাহরুখ খানের টিম। প্রথমে ব্যাট করে সানরাইজার্স করল মাত্র ১১৩ রান। আইপিএল ফাইনালের নিরিখে যে স্কোর নিমিত্তমাত্র। সেই স্কোর আত্মবিশ্বাসে টগবগে কেকেআরকে চাপে রাখতে পারবে না, তা আর বলার অপেক্ষা রাখে না। রমমনুল্লাহ গুরবাজ করলেন ৩৯। ভেঙ্কটেশ আইয়ার ২৬ বলে ৫২ রান করে অপরাজিত। কেকেআর আবার ১০ বছর পর আইপিএল চ্যাম্পিয়ন। তবে কেকেআর যে এবারের আইপিএল খেতাব জয়ের সেরা দাবিদার তা অনেকেই মেনে নিয়েছিলেন। গ্রুপ পর্বে কেকেআর শেষ করেছিল পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে। শেষ পর্যন্ত সেই কেকেআর চ্যাম্পিয়ন। বিশ্বকাপের নায়ক ট্রাভিস হেডের সামনে কেকেআর এলেই হল! হিরো জুজু দেখেন যেন! যেমন কোয়ালিফায়ার একে, তেমন ফাইনালে। মিচেল স্টার্কের ঝুলিতে এদিন ২ উইকেট। যাঁরা টুর্নামেন্টের শুরুেতে তাঁর প্রাপ্য ২৫ কোটি নিয়ে খোটা দিয়েছিলেন, তাঁদের এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না। বিশ্বকাচ্যাম্পিয়নদের চ্যালেঞ্জ করতে নেই, এটাই যেন সদর্পে বুঝিয়ে দিলেন কেকেআরের অজি তারকা।
Related Posts
মুম্বইকে ৯ উইকেটে হারালো রাজস্থান রয়্যালস
মুম্বই ইন্ডিয়ান্স-১৭৯/৯ (তিলক ৬৫, সন্দীপ ৫/১৮)রাজস্থান রয়্যালস-১৮৩/১ (যশস্বী ১০৪*, সঞ্জু ৩৮*)৯ উইকেটে জয়ী রাজস্থান রয়্যালস। এবার মুম্বই ইন্ডিয়ান্সকে হেলায় হারিয়ে প্লে অফের দোরগোড়ায় পৌছে গেল রাজস্থান রয়্যালস। ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় মুম্বই ইন্ডিয়ান্স। শুরু থেকে নিয়মিত ব্যবধানে উইকেট হারিয় চাপে পড়ে যায় হার্দিক পান্ডিয়ার দল। তিলক বর্মার লড়াকু ৬৫ রান ও […]
মুম্বইয়ের মাঠে মুম্বই বধ, রুদ্ধশ্বাস ম্যাচে ২৪ রানে জয়ী কলকাতা নাইট রাইডার্স
রুদ্ধশ্বাস ম্যাচে ২৪ রানে জয়ী কলকাতা নাইট রাইডার্স। এদিন কেকেআর বোলাররা শুরু থেকেই উইকেট তুলে নিয়ে চাপ দিতে শুরু করে মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে৷ নিন্দের পাহাড় চুড়োর তলায় থাকা স্টার্ক বোঝালেন কেন তিনি জাত বোলার৷ চাপের মুখে তিনি এদিন প্রথমেই ইশান কিষানকে আউট করে দেন৷ তিনি এদিন টসে হারার পর কেকেআরকে ব্যাট করতে পাঠায় মুম্বই ইন্ডিয়ান্স৷ […]
১১৯ রান করেও টি-টোয়েন্টি বিশ্বকাপে ৬ রানে পাকিস্তানকে হারালো ভারত
টি-টোয়েন্টি বিশ্বকাপের জয় ভারতের। প্রথম ব্যাট করে ১১৯ রান তুলেছিল ভারত। সহজ রানের লক্ষ্য পেয়েছিল পাকিস্তান। কিন্তু ম্যাচ জিততে পারেনি। ভারতীয় বোলারদের দাপটে হেরে গেল পাকিস্তান। ১১৩ রানে শেষ হয়ে গেল তাদের ইনিংস। খেলা শুরু হয় দেরিতে। বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের দেড় ঘণ্টা পর শুরু হয় ম্যাচ। প্রথম ওভার হওয়ার পরেই আবার বৃষ্টি নামে। কিছু […]