শেষ দফার ভোটের আগে বাংলায় মোদি। আগামী শনিবার সপ্তম দফায় ভোট হবে কলকাতা ও দুই ২৪ পরগনায়। বারাসাত কেন্দ্রে এবার বিজেপি প্রার্থী স্বপন মজুমদার। তাঁর সমর্থনে অশোকনগরে সভা করলেন প্রধানমন্ত্রী। কবে? আজ, মঙ্গলবার। মোদি বলেন, ‘স্বাধীনতার আগে একটা সময় ছিল, যখন সারা দেশ থেকে লাখো লাখো মানুষ বাংলায় কাজ করতে আসত। আজ বাংলায় বেশিরভাগ কারখানা বন্ধ। যুবকরা পালিয়ে যেতে বাধ্য হচ্ছে। জানতে চাই, বাংলার এই দুর্দশা কে করল’? তাঁর কথায়, ‘প্রথমে কংগ্রেস বাংলাকে লুটেছে, তারপর বামেরা লুটেছে। টিএমসি তো দু’হাতে লুঠছে। কংগ্রেস-সিপিএম-টিএমসি, তিনজনেই বাংলার কাছে অপরাধী’। এদিকে লোকসভা বিজেপির বিরুদ্ধে ইন্ডিয়া জোট যোগ দিয়েছে তৃণমূল। যে জোটের শরিক বাম ও কংগ্রেসও। মোদি বলেন, ‘সিপিএমকে ভোট দিলে, টিএমপির পক্ষেই যাবে। সিপিএম ও কংগ্রেস একই মুদ্রার এপিঠ-ওপিঠ। এখানকার মুখ্যমন্ত্রী তো ঘোষণাও করে দিয়েছে, দিল্লিতে এদের সাহায্য় করবে। বাংলার মানুষ পর্দার পিছনে খেলাটা বুঝে ফেলেছে। তাই পশ্চিমবাংলার একটি আওয়াজ উঠছে, ফের একবার মোদি সরকার’।বাদ যায়নি ঘুর্ণিঝড় রিমালের প্রসঙ্গও। মোদি বলেন, ‘আমরা সবাই মিলে ঝড়ের মোকাবিলা করেছি। ঝড়ের দিকে ভারত সরকারের নজর ছিল। আমি খোঁজখবর নিচ্ছিলাম। NDRF ভালো কাজ করেছে’।
Related Posts
হাওড়া স্টেশনে মহিলাকে কুপিয়ে খুন
হাওড়া স্টেশনে কুপিয়ে খুন। এক মহিলাকে ছুরি মারার ঘটনায় আতঙ্ক। পুলিশ মহিলাকে উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় ওই মহিলার। ধারাল অস্ত্র সহ অভিযুক্ত ব্যক্তিকে আটক করে গোলাবাড়ি থানায় নিয়ে যাওয়া হয়। ধৃতের নাম বালেশ্বর যাদব। বুধবার হাওড়া স্টেশনে এই ঘটনা ঘিরে শোরগোল পড়ে যায়।
তৃণমূল কর্মীকে কুপিয়ে খুন, থানা ঘেরাও করল ক্ষুব্ধ জনতা
রাজনৈতিক বিবাদের জেরেই খুন! তেমনটাই বলছেন স্থানীয়রা। অভিযোগ, রবিবার সন্ধে নাগাদ মুর্শিদাবাদের লালগোলা থানার অন্তর্গত শীতেশনগর গ্রামে কুপিয়ে খুন করা হয় তৃণমূল কংগ্রেসের এক সক্রিয় কর্মীকে। পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ওই ব্যক্তির নাম হাজিকুল ইসলাম (৩৫) । তাঁর বাড়ি শীতেশনগর গ্রামে। স্থানীয় সূত্র বলছে, হাজিকুল ইসলাম নামে তৃণমূল কংগ্রেসের ওই সক্রিয় কর্মীর সঙ্গে বাম সমর্থক […]
সাইক্লোনের জেরে ১৮টি এক্সপ্রেস সহ ৪৪টি ট্রেন বাতিল উত্তর-পূর্ব সীমান্ত রেলের
রেমালের জেরে ৪৪টি ট্রেন বাতিল করল উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে। উত্তর-পূর্ব ভারত ও উত্তরবঙ্গের মধ্যে যোগাযোগ স্থাপনকারী ৪৪টি ট্রেন২৭মে থেকে ২৯ মে পর্যন্ত বাতিল করা হয়েছে। রবিবার অর্থাৎ, ২৬ মে রাত ১১টা ৩০ মিনিট নাগাদ উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের তরফে বিজ্ঞপ্তি জারি করে ট্রেন বাতিলের কথা ঘোষণা করা হয়েছে। উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে […]