শেষ দফায় লোকসভা নির্বাচনের প্রচারে বুধবার বারুইপুরে জনসভা করেন মমতা। যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী সায়নী ঘোষের সমর্থনে আয়োজিত এই সভার শেষে দক্ষিণ ২৪ পরগনার ঘূর্ণিঝড় কবলিত এলাকা পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী। রবিবার ২৬ মে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় রিমল। এই ঝড়ের জেরে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকা। বিপর্যয় মোকাবিলার জন্য জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর লোকজন সক্রিয় হয়ে প্রচুর মানুষকে নিরাপদে নিয়ে গেলেও দক্ষিণ ২৪ পরগনা জেলার ক্ষয়ক্ষতির পরিমাণ কম নয়। রিমলের জেরে দক্ষিণ ২৪ পরগনা জেলায় তিন জন মারা যান। শুধু তাই নয়, গোসাবার রাঙাবেলিয়াতে গোমর নদীর বাঁধে বেশ কিছু জায়গায় ধস নামে। এ ছাড়াও গাছ ভেঙে প্রচুর ক্ষতি হয় সেই জেলায়। দক্ষিণ ২৪ পরগনার মানুষদের নিরাপদে সরিয়ে আমতলায় ত্রাণ শিবিরে আশ্রয় দেওয়া হয়। সেই এলাকার জলস্তর বেড়ে গিয়ে এখনও বিপদে আছেন বহু মানুষ।
Related Posts
শীঘ্রই দিঘায় শুরু হতে চলেছে ‘সি ক্রুজ’ পরিষেবা!
শীঘ্রই ‘সি ক্রুজ’ শুরু হতে চলেছে দিঘায়। এখনও দিনক্ষণ চূড়ান্ত না হলেও দ্রুত দিঘায় ‘সি ক্রুজ’ পরিষেবা চালু করতে চাইছে দিঘা-শংকরপুর উন্নয়ন কর্তৃপক্ষ। ইতিমধ্যে সেই লক্ষ্যে অনেকটা এগিয়ে যাওয়া হয়েছে। ফিটনেস সার্টিফিকেট এসে গেলেই পরিষেবা শুরু করে দেওয়া হতে পারে। যদিও সরকারিভাবে আপাতত কিছু জানানো হয়নি। সূত্রের খবর, ‘সি ক্রুজ’ থেকে দিঘার সূর্যোদয় এবং সূর্যাস্তের উপভোগ […]
অষ্টম রাউন্ড গণনা শেষেই হার স্বীকার বিজেপি প্রার্থী অসীম সরকারের
গণনার শুরু থেকেই বর্ধমান-পূর্বের তৃণমূল প্রার্থী শর্মিলা সরকার এগিয়ে ছিলেন। বিজেপির প্রার্থী এখানে অসীম সরকার। আট রাউন্ডের পর ভোটগণনা কেন্দ্র থেকে বেরিয়ে গেলেন বিজেপি এজেন্টরা। হার স্বীকার করলেন বর্ধমান পূর্বের বিজেপি প্রার্থী অসীম সরকার। তিনি বলেন, “সাধারণ মানুষ যা রায় দিয়েছে, তা মেনে নেওয়া বুদ্ধিমানের কাজ।”
দ্বিতীয় দফায় প্রচারে বাংলায় আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং যোগী আদিত্যনাথ
আগামী ২৬ এপ্রিল রাজ্য তথা দেশে দ্বিতীয় দফার ভোট ৷ তাপপ্রবাহ সত্ত্বেও প্রচার জারি রেখেছে সবক’টি রাজনৈতিক দল। দ্বিতীয় দফার আগে বঙ্গে প্রচারের নীল নকশা সাজিয়ে ফেলেছে গেরুয়া শিবির ৷ সেই প্রচারের অংশ হিসেবে দ্বিতীয় দফার আগে রাজ্যে নির্বাচনী প্রচারে আসছেন বিজেপি’র দুই হেভিওয়েট নেতা অমিত শাহ এবং রাজনাথ সিংহ ৷ তালিকায় নাম রয়েছে যোগী […]