ছত্তিশগড়ের রায়পুরে গরুপাচারের অভিযোগে দুই যুবকে পিটিয়ে মারার অভিযোগ, জখম ১

ফের পিটিয়ে মেরে ফেলার অভিযোগ উঠল ৷ এবার ঘটনাস্থল ছত্তিশগড়ের রায়পুর ৷ সেখানকার আড়ংয়ে গরুপাচারের অভিযোগে দুই যুবককে পিটিয়ে মেরে ফেলা হয় বলে অভিযোগ ৷ দু’জনই উত্তরপ্রদেশের বাসিন্দা বলে জানা গিয়েছে ৷ বৃহস্পতিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে ৷ অভিযোগ, ১০-১২ জন যুবক প্রথমে তিন যুবকের কাছে থাকা গবাদি পশু কেড়ে নেয় ৷ তার পর তাঁদের বেধড়ক মারধর করে ৷ এরপর তাঁদের মহানদীতে ফেলে দেওয়া হয় । এই ঘটনায় ঘটনাস্থলেই এক যুবকের মৃত্যু হয় । অন্য যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা যান । তৃতীয় যুবক এখনও হাসপাতালে চিকিৎসাধীন । রায়পুর পুলিশ জানিয়েছে, উত্তরপ্রদেশ থেকে তিন যুবক একটি ট্রাকে ২৪টি গবাদি পশু নিয়ে মহাসমুন্দ হয়ে ওড়িশায় নিয়ে যাচ্ছিলেন । সেই সময়ই বৃহস্পতিবার রাতে আড়ংয়ে এই ঘটনা ঘটে ৷ প্রথমে ট্রাকটিকে ধাওয়া করে ১০-১২ জন যুবক ৷ ট্রাক আটক করার পর তাঁদের মারধরের ঘটনা ঘটে ৷

error: Content is protected !!