কলকাতার আরজি কর-কাণ্ড, মহারাষ্ট্রের বদলাপুরের ঘটনায় যখন গোটা দেশে তোলপাড় চলছে। নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছিল গোটা দেশ। তার মধ্যেই উত্তরপ্রদেশের ঝাঁসিতে এক কিশোরীকে অপহরণ করে চলন্ত গাড়িতে ধর্ষণের অভিযোগ উঠল। কিন্তু তারপরেও ক্রমশ বেড়েই চলেছে অপরাধ ও অত্যাচার। ২০শে অগাস্ট উত্তরপ্রদেশের ঝাঁসিতে একটি ১৬ বছরের কিশোরীকে দুই ব্যক্তি একটি গাড়িতে ধর্ষণ করেছে বলে অভিযোগ। এরপর অভিযুক্তরা তাকে খুনের হুমকি দিয়ে রাস্তায় ফেলে চলে যায় বলেই খবর। বাড়িতে আসার পর মেয়েটি তার পরিবারের সদস্যদের কাছে ঘটনাটি জানায়। এরপরে মেয়েটির পরিবারের সদস্যরা স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তাদের অভিযোগের ভিত্তিতে পুলিশ একটি মামলা দায়ের করে এবং অভিযুক্তদের মধ্যে একজনকে গ্রেফতার করা হয়। নাবালিকার মা জানান, মেয়েটি শৌচালয়ে যাবে বলে বাইরে গিয়েছিল, এরপরেই তাঁকে জোর করে অভিযুক্তরা তুলে নিয়ে গিয়েছিল৷ বেশ কিছুক্ষন পরেও মেয়েটি ফিরে না আসায় তল্লাশি শুরু হয়৷ কিন্তু কোনভাবেই তাঁকে খুঁজে পাওয়া যায় না। বেশ কয়েক ঘন্টা পর মেয়েটি বাড়িতে এসে সকলকে ঘটনার কথা জানায় এবং বলে যে তারা তাকে হাইওয়ের দিকে নিয়ে গিয়েছিল। চলন্ত গাড়িতে দুইজন তাকে ধর্ষণ করেছে বলেও মেয়েটি জানায়। এরপরেই ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। গ্রেফতার হয় একজন। প্রাসঙ্গিক ধারায় এই বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে। মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলে জানান পুলিশ অফিসার স্নেহ তিওয়ারি।
উত্তরপ্রদেশে ঝাঁসিতে হাইওয়ে থেকে ১৬ বছরের কিশোরী অপহরণ করে চলন্ত গাড়িতে গণধর্ষণ
