শুক্রবার মোদি সরকারের বিরুদ্ধে বড় অভিযোগ করলেন দিল্লি সরকারের মন্ত্রী অতীশি। অতীশি বলেছেন যে দিল্লির নির্বাচিত সরকারের বিরুদ্ধে একটি বড় ষড়যন্ত্র করা হচ্ছে। আমরা বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি আগামী দিনে দিল্লিতে রাষ্ট্রপতি শাসন জারি করতে চলেছে কেন্দ্রীয় সরকার। এ নিয়ে সাংবাদিক সম্মেলন করেন আম আদমি পার্টির নেতা অতীশি। এই সময়, অতীশি বলেছিলেন যে রাষ্ট্রপতি শাসন জারির ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে স্বরাষ্ট্র মন্ত্রকের কোনও আইএএস অফিসারের পোস্টিং আর করা হচ্ছে না। গত কয়েকদিন ধরে দিল্লিতে কোনো ঊর্ধ্বতন কর্মকর্তার পদায়ন হচ্ছে না। অনেক দপ্তর শূন্য, যেখানে কর্মকর্তারা নেই। অতীশি বলেছিলেন যে দিল্লির লেফটেন্যান্ট গভর্নর বিনয় কুমার সাক্সেনাও কোনও কারণ ছাড়াই স্বরাষ্ট্র মন্ত্রককে চিঠি লিখছেন যে সরকার কাজ করছে না। মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের ব্যক্তিগত সচিবকেও কোনো কারণ ছাড়াই সরিয়ে দেওয়া হচ্ছে। এই সব ইঙ্গিত দিচ্ছে যে দিল্লিতে রাষ্ট্রপতি শাসন জারি করার প্রস্তুতি চলছে। অরবিন্দ কেজরিওয়াল সরকারের বিরুদ্ধে বিশাল রাজনৈতিক ষড়যন্ত্রের পরিকল্পনা করা হচ্ছে। অতীশি বলেছিলেন যে দিল্লিতে রাষ্ট্রপতি শাসন জারি করা হবে বেআইনি এবং অসাংবিধানিক। দিল্লির মানুষ অরবিন্দ কেজরিওয়ালকে সংখ্যাগরিষ্ঠতা দিয়েছে। ১৭ ফেব্রুয়ারি দিল্লি বিধানসভায় আস্থা ভোট প্রমাণিত হয়েছিল। যতদিন অরবিন্দ কেজরিওয়ালের সংখ্যাগরিষ্ঠতা থাকবে ততদিন রাষ্ট্রপতি শাসন জারি করা যাবে না। এটা সংখ্যাগরিষ্ঠ মানুষের অপমান। অতীশি বলেছিলেন যে এটি ২০১৬ সালে উত্তরাখণ্ডেও করা হয়েছিল, যা বেআইনি ছিল। দিল্লির মানুষকে ভয় পাওয়ার কিছু নেই। আমরা রাজপথ থেকে সংসদ পর্যন্ত এই লড়াই লড়ব। দিল্লির মানুষের অধিকার মরতে দেব না। দিল্লির মহিলাদের প্রতি মাসে ১০০০ টাকা দেবে। আমরা আপনাকে বলি যে সম্প্রতি দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভি কে সাক্সেনা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের ব্যক্তিগত সচিব বিভাব কুমারকে তার পদ থেকে সরিয়ে দিয়েছেন। কয়েকদিন আগে বিভব কুমারকে জেরা করেছিল ইডি। ৮ এপ্রিল আবগারি মামলায় বিভব কুমারকে প্রায় ৪ ঘণ্টা জেরা করেছিল ইডি। জল বোর্ড কেলেঙ্কারিতে তার বাড়িতেও হানা দিয়েছে তদন্তকারী সংস্থা।
Related Posts
ভোটের আগে আমেঠির কংগ্রেস কার্যালয়ে দুষ্কৃতী হামলা
আমেঠি পুনরুদ্ধারে কোমর বেঁধে নেমেছে কংগ্রেস। তবে প্রতিপক্ষও কম শক্তিশালী নয়। জাতীয় রাজনীতির পাখির চোখ সেই আমেঠি কেন্দ্রে এবার দুষ্কৃতী হামলা। রবিবার আমেঠিতে কংগ্রেসের পার্টি অফিসে হামলা চালালো কিছু অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী। অফিসে হামলার পাশাপাশি বাইরে রাখা একাধিক গাড়িতে ভাঙচুর চালানো হল। এই ঘটনায় রীতিমতো শোরগোল শুরু হয়েছে। জানা গিয়েছে, রবিবার মধ্যরাতে হঠাৎ কংগ্রেসের পার্টি […]
অবশেষে বিপর্যস্ত সিকিমে শুরু হল উদ্ধারকাজ, ৫০ পর্যটককে সড়ানো হল মঙ্গনে
অবশেষে বিপর্যস্ত উত্তর সিকিমে শুরু হল উদ্ধারকাজ ৷ খারাপ আবহাওয়া এবং মেঘভাঙা বৃষ্টিকে কার্যত উপেক্ষা করে উদ্ধারকাজ শুরু করল বর্ডার রোডস্ অর্গানাইজেশন (বিআরও) ৷ সেইসঙ্গে, যুদ্ধাকালীন তৎপরতায় তিস্তা নদীর উপরে নবনির্মিত তুং সেতু দিয়ে চুংথাং থেকে মঙ্গনের মধ্যে গুরুত্বপূর্ণ যোগাযোগ পুনরুদ্ধার করল বিআরও-এর সদস্যরা ৷ তবে খারাপ আবহাওয়ার কারণে এখনও পর্যন্ত ৫০ জন পর্যটককে উদ্ধার […]
মহারাষ্ট্রে অনলাইনে ক্রিকেট জুয়ার জেরে খুন বৃদ্ধা, গ্রেফতার যুবক
মহারাষ্ট্রে দম্বিভিলি জেলা থেকে এক যুবককে গ্রেপ্তার করল পুলিশ। তাঁর বিরুদ্ধে এক বৃদ্ধাকে খুনের অভিযোগ রয়েছে। বৃদ্ধার গয়না নিয়ে তাই দিয়ে নিজের দেনা শোধ করার পরিকল্পনা করেছিল সে। পুলিশের ডেপুটি কমিশনার জানিয়েছেন, আশা আরবিন্দ রাইকার নামে ওই বৃদ্ধার দেহ তাঁর ফ্ল্যাটে পাওয়া গিয়েছে। সিসিটিভি ফুটেজ থেকে দেখা গিয়েছে সতীশ নামে ওই যুবক বৃদ্ধার ফ্ল্যাটে ঢোকে […]