বদলাপুরের স্কুলে সেখানকার কর্মী অক্ষয় শিন্ডে তিন ও চার বছরের যে দুই ছাত্রীর উপর যৌন নির্যাতন চালিয়েছিল বলে অভিযোগ, তার বিস্তারিত রিপোর্ট শুক্রবার সামনে এসেছে। সূত্রের খবর, সেখানে উল্লেখ করা হয়েছে অন্তত দিন ১০-১২ দিন ধরে ওই দুই শিশুর উপরে যৌন নিগ্রহ চলেছে। মেডিক্যাল রিপোর্টে দেখা গিয়েছে, ধর্ষণের ফলে তাদের দু’জনেরই যৌনাঙ্গে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। হাইমেনও ক্ষত-বিক্ষত। স্কুলের গাফিলতির কথাও উঠে এসেছে দুই সদস্যের তদন্ত কমিটির রিপোর্টে। তারা যে অবিযোগ পাওয়ার পরে কোনও ব্যবস্থাই নেয়নি, তা বলা হয়েছে। স্পষ্ট বলা হয়েছে, অক্ষয় ১ অগস্ট থেকে ওই স্কুলে নিযুক্ত হয়। তার কোনও ব্যাকগ্রাউন্ড চেক হয়নি। কিন্তু স্কুলের সর্বত্র তার অবাধ যাতায়াত ছিল। শিশুদের টয়লেট কিছুটা দূরে। বেশ ফাঁকা জায়গায়। সেখানে কেন ওই দুই শিশুকে অক্ষয় নিয়ে গিয়েছিল, সে প্রশ্ন তুলেছে কমিটি। স্কুলের যেখানে এফআইআর করার কথা, সেখানে তারা অভিযোগ শুনেও পদক্ষেপ করেনি বলে উল্লেখ করা হয়েছে। শিশুদের পরিবার জানিয়েছে, তাদের উপর চাপ দেওয়া হয়েছিল তারা যাতে এই ইনজুরি মার্কগুলোকে ‘সাইকেল চালানোর সময়ে আঘাত’ পেয়েছে বলে উল্লেখ করেন। মা-বাবাদের দাবি, পুলিশই স্কুলের হয়ে এই প্রস্তাব দিয়েছিল। এ দিকে, শিশুদের যৌন নিগ্রহের অভিযোগে আজ শনিবার রাজ্যে বন্ধের ডাক দিয়েছিল কংগ্রেস-উদ্ধব ঠাকরের শিবসেনা ও শারদ পাওয়ারের এনসিপির ‘মহাবিকাশ আগাড়ি’ জোট। ঠিক তার আগে একটি জনস্বার্থ মামলার পরিপ্রেক্ষিতে শুক্রবার বম্বে হাইকোর্ট নির্দেশ দিয়েছে যে এই ইস্যুতে কোনও রাজনৈতিক দল বন্ধ ডাকতে পারবে না। হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ দেবেন্দ্রকুমার উপাধ্যায় এ দিন ওই নির্দেশে বলে, কোনও রাজনৈতিক দল অথবা ব্যক্তিকে বন্ধ ডাকা থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হচ্ছে। এটা দেশের বাণিজ্যিক রাজধানী। সেখানে এ ভাবে বন্ধ ডাকা যায় না। তা অবৈধ। রাজ্যকেও কোর্ট নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে চলার জন্য।
Related Posts
পার্লামেন্টের দ্বারা নতুন আইনের অনুমোদন দেশের পরিবর্তন এবং এগিয়ে যাওয়ার লক্ষণ: ডিওয়াই চন্দ্রচূড়
প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় নতুন ফৌজদারি বিচার আইনকে সমাজের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত বলে বর্ণনা করেছেন। তিনি শনিবার বলেছিলেন যে ভারত তার ফৌজদারি বিচার ব্যবস্থায় উল্লেখযোগ্য পরিবর্তনের জন্য প্রস্তুত। একই সঙ্গে তিনি সাধারণ নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ হাতছাড়া না করার জন্য নাগরিকদের প্রতি আহ্বান জানান। CJI চন্দ্রচূদ ফৌজদারি বিচার ব্যবস্থার প্রশাসনে ভারতের প্রগতিশীল পথের উপর […]
সাধারণ মানুষ সাংসদদের কাছে কাজ আশা করেন, স্লোগান নয়, প্রথম অধিবেশনের আগে বার্তা মোদির
প্রোটেম স্পিকার ভর্তৃহরি মহতাবের তত্বাবধানে সোমবার বেলা ১১টা থেকে শুরু হবে জয়ী সাংসদদের শপথ গ্রহণ। সোমবারই শুরু হয়েছে মোদি সরকারের তৃতীয় দফা জয়ের পর প্রথম লোকসভা অধিবেশন। অর্থাৎ অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশন। এদিকে গত কয়েকদিনে দেশের রাজনীতি উত্তাল নিট-নেট পরীক্ষায় অনিয়ম, দুর্নীতি ইস্যুতে। এছাড়া গত কয়েকদিনে ট্রেন দুর্ঘটনাসহ একাধিক বিষয়ে সুর চড়িয়েছে বিরোধীরা। রাজনৈতিক মহলে […]
বারাণসীতে মিলল জেপি নড্ডার স্ত্রীর চুরি যাওয়া ফরচুনার গাড়ি, গ্রেফতার ২
অবশেষে খোঁজ মিলল বিজেপি সর্বভারতীয় সভাপতির জেপি নাড্ডার স্ত্রীয়ের চুরি যাওয়া গাড়িটির। বারণসী থেকে নাড্ডার স্ত্রী মল্লিকার চুরি যাওয়া গাড়িটি উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় জড়িত থাকতে পারে সন্দেহে দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। ১৯ মার্চ দিল্লির গোবিন্দপুরী এলাকা থেকে খোয়া যায় মল্লিকা নাড্ডা ফরচুনা এসইউভি গাড়িটি। গাড়িটিকে ওই দিন সার্ভিস সেন্টারে নিয়ে গিয়েছিলেন চালক। পরে যখন […]