২০২৪ সালের লোকসভা নির্বাচনের শেষ পর্বের ভোটের আগে বুধবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট একটি বড় পদক্ষেপ করেছে। অবৈধ খনির মামলায়, ইডি পঞ্জাবের রোপার (রূপনগর) জেলার ১৩টি স্থানে অভিযান চালিয়েছে, যেখান থেকে তারা নগদ ৩.৫ কোটি টাকা উদ্ধার করেছে। ইডির অভিযান এখনও চলছে এবং ইডি আরও নগদ পাওয়ার সম্ভাবনা রয়েছে।তথ্য অনুসারে, রোপারের আশেপাশের এলাকায় এবং ইডি কর্তৃক বাজেয়াপ্ত করা জমিতে অবৈধ খনন করা হচ্ছে। কুখ্যাত ভোলার মাদক মামলায় এই জমিটি ইডি সংযুক্ত করেছিল। পিএমএলএ বিশেষ আদালতে ভোলার মাদক মামলার শুনানি জটিল পর্যায়ে রয়েছে। এর মধ্যে নসীব চাঁদ (মাইনিং মাফিয়া), শ্রী রাম স্টোন ক্রাশার এবং আরও অনেকে রয়েছে। এখনও পর্যন্ত তল্লাশি চালিয়ে মোট সাড়ে তিন কোটি টাকা উদ্ধার করা হয়েছে।
Related Posts
ভোটের মাঝে আরও বিপাকে বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিং, যৌন হেনস্তার ৫টি মামলায় মিলল ‘পর্যাপ্ত প্রমাণ’
লোকসভা ভোটের আবহেই দিল্লির কোর্টে বড় ধাক্কা ব্রিজভূষণ শরণ সিংয়ের । ভারতের কুস্তি সংস্থার প্রাক্তন সভাপতি ও বিজেপি সাংসদের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ এনেছিলেন মহিলা কুস্তিগিররা। শুক্রবার দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট জানায়, ব্রিজভূষণের বিরুদ্ধে পাঁচটি মামলায় পর্যাপ্ত প্রমাণ পাওয়া গিয়েছে। ব্রিজভূষণের বিরুদ্ধে ছজন মহিলা কুস্তিগির ছটি মামলা দায়ের করেছিলেন। যার মধ্যে পাঁচটি ক্ষেত্রে পর্যাপ্ত তথ্যপ্রমাণ […]
খসে পড়ল বিমানের ধাতব টুকরো, জরুরি অবতরণ এয়ার ইন্ডিয়ার
আকাশ থেকে ধাতব টুকরো পড়ার আগেই ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাহরিনের উদ্দেশে একটি বিমান রওনা দেয় ৷ যে আকাশ পথ দিয়ে সেটির যাওয়ার কথা ছিল তার কাছেই ওই ঘটনা ঘটে ৷ তারপরেই এয়ার ইন্ডিয়া বিবৃতি দিয়ে জানায়, ওই ধাতব অংশ বাহরিনগামী বিমানেরই ছিল ৷ সেটি আকাশে ওড়ার ২২ মিনিটেই জরুরি অবতরণ করানো হয় ৷ […]
আজ সুপ্রিমকোর্টে আরজিকর মামলা শুনানি
আজ, মঙ্গলবার আরজি কর মামলা শুনানি সুপ্রিম কোর্টে। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে শুনানির তালিকায় এক নম্বরে রয়েছে এই মামলা। সকাল সাড়ে ১০টায় বেঞ্চ বসার কিছুক্ষণের মধ্যেই শুনানি শুরু হবে বলে মনে করা হচ্ছে। মুখবন্ধ খামে সিবিআই স্ট্যাটাস রিপোর্ট জমা দেবে। পাল্টা রাজ্যের তরফেও পরিস্থিতির কথা জানানো হবে।