বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে শোকজ করল নির্বাচন কমিশন। দুটো কারণে পৃথক ভাবে শোকজ করেছে নির্বাচন কমিশন।কেন এই পদক্ষেপ নিল নির্বাচন কমিশন? জানা গিয়েছে, ৫ মে বিজেপির তরফে যে বিজ্ঞাপনগুলি সংবাদমাধ্যমে দেওয়া হয়েছিল, তার জন্যই পদক্ষেপ করল নির্বাচন কমিশন। সেই বিজ্ঞাপনগুলি নিয়েই তৃণমূল কংগ্রেসের তরফে অভিযোগ জানানো হয় নির্বাচন কমিশনের কাছে। তার পরেই কমিশন এর শোকজ করল নির্বাচন কমিশন। এই ঘটনার পাশাপাশি আরও একটি কারণে পৃথক ভাবে শোকজ করা হয়েছে সুকান্ত মজুমদারকে। গত ৪ মে অন্য একটি বিজ্ঞাপন কয়েকটি সংবাদমাধ্যমে দেওয়া হয়। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, সেই কারণে সুকান্ত মজুমদারকে দ্বিতীয় শোকজ করা হয়েছে। এই বিজ্ঞাপনটি নিয়েও তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অভিযোগ জানানো হয় কমিশনের কাছে, তার পরেই কমিশন এর আজ দ্বিতীয় শোকজ। দু’টি ঘটনার প্রেক্ষিতেই বিজেপির রাজ্য সভাপতিকে ২১ মে বিকেল ৫টার মধ্যে জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রসঙ্গত ২০ মে সোমবার পঞ্চম দফার ভোট, সেই দিন রাজ্যে ভোট গ্রহণ হতে চলেছে রাজ্যের ৭টি আসনে। ভোটের পরের দিন বিকেল ৫টার মধ্যেই জবাব দিতে হবে সুকান্ত মজুমদারকে।
Related Posts
গত ৩-৪ দিন ধরে বৃষ্টি নেই ঝাড়খণ্ডে, তবুও ডিভিসি থেকে জল ছাড়া অব্যাহত, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মৃত্যু বেড়ে ২৮, ক্ষুব্ধ মমতা
দক্ষিণবঙ্গে বৃষ্টি আর নেই। ঝাড়খণ্ডেও গত ৩-৪ দিন ধরে বর্ষণ বন্ধ। দামোদর ভ্যালি কর্পোরেশনের (ডিভিসি) বাঁধগুলি থেকে জল ছাড়ার পরিমাণও আগের থেকে কমেছে। তা সত্ত্বেও দক্ষিণবঙ্গে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে বৃহস্পতিবার। বিশেষ করে হুগলি ও হাওড়া জেলার নিম্ন দামোদর অববাহিকা (হুগলির আরামবাগ মহকুমা, হাওড়ার আমতা-উদয়নারায়ণপুর) ও দুই মেদিনীপুরে ঘাটাল, পাঁশকুড়া সহ বিভিন্ন এলাকার হাল […]
‘দলের সৈনিক হিসেবে এই লড়াই আমি চালিয়ে যাব’, মমতা নিয়ে খাড়গের হুমকি ফুৎকারে উড়িয়ে পাল্টা জবাব অধীরের
কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গের মন্তব্যের পর সকলে অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন অধীরের মন্তব্যের জন্য। অবশেষে তা এল। মল্লিকার্জুন খাড়গে বলছেন, অধীর রঞ্জন চৌধুরী সিদ্ধান্ত নেওয়ার কেউ নয়। যা বলব, সেটাই মানতে হবে। না মানলে বেরিয়ে যেতে পারে। পাল্টা অধীর বললেন, এই লড়াই আমি কোনওভাবে থামাতে পারি না। পঞ্চম দফার ভোটের আগে শনিবারের বারবেলায় হাত […]
প্রয়াত চন্দননগরের প্রাক্তন তৃণমূল বিধায়ক এবং মেয়র অশোক সাউ
প্রয়াত হলেন চন্দননগরের প্রাক্তন বিধায়ক তথা চন্দননগর পুর নিগমের প্রাক্তন মেয়র অশোক সাউ। বয়স হয়েছিল ৭৫ বছর। দীর্ঘ দিন ধরে অসুস্থ ছিলেন এই রাজনীতিক। বুধবার ভোরে তিনি গুরুতর অসুস্থবোধ করেন। তড়িঘড়ি চন্দননগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল তাঁকে। সেখানেই শেষ নিশ্বাস ত্যাগ করেন অশোক সাউ। দীর্ঘ রাজনৈতিক জীবনে প্রথমে জাতীয় কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন […]