এবার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে শোকজ করল নির্বাচন কমিশন

বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে শোকজ করল নির্বাচন কমিশন। দুটো কারণে পৃথক ভাবে শোকজ করেছে নির্বাচন কমিশন।কেন এই পদক্ষেপ নিল নির্বাচন কমিশন? জানা গিয়েছে, ৫ মে বিজেপির তরফে যে বিজ্ঞাপনগুলি সংবাদমাধ্যমে দেওয়া হয়েছিল, তার জন্যই পদক্ষেপ করল নির্বাচন কমিশন। সেই বিজ্ঞাপনগুলি নিয়েই তৃণমূল কংগ্রেসের তরফে অভিযোগ জানানো হয় নির্বাচন কমিশনের কাছে। তার পরেই কমিশন এর শোকজ করল নির্বাচন কমিশন। এই ঘটনার পাশাপাশি আরও একটি কারণে পৃথক ভাবে শোকজ করা হয়েছে সুকান্ত মজুমদারকে। গত ৪ মে অন্য একটি বিজ্ঞাপন কয়েকটি সংবাদমাধ্যমে দেওয়া হয়। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, সেই কারণে সুকান্ত মজুমদারকে দ্বিতীয় শোকজ করা হয়েছে। এই বিজ্ঞাপনটি নিয়েও তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অভিযোগ জানানো হয় কমিশনের কাছে, তার পরেই কমিশন এর আজ দ্বিতীয় শোকজ। দু’টি ঘটনার প্রেক্ষিতেই বিজেপির রাজ্য সভাপতিকে ২১ মে বিকেল ৫টার মধ্যে জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রসঙ্গত ২০ মে সোমবার পঞ্চম দফার ভোট, সেই দিন রাজ্যে ভোট গ্রহণ হতে চলেছে রাজ্যের ৭টি আসনে। ভোটের পরের দিন বিকেল ৫টার মধ্যেই জবাব দিতে হবে সুকান্ত মজুমদারকে।

error: Content is protected !!