উত্তরপ্রদেশ ৮০টি আসন ৷ তারপরেই মহারাষ্ট্রের ৪৮৷ জাতীয় রাজনীতি বিজেপির ‘৪০০ পাড়ের’ স্বপ্নপূরণে তাই মহারাষ্ট্রের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ কিন্তু, লোকসভা নির্বাচনে বোধহয় উদ্ধব ঠাকরেদের ‘বিশ্বাসঘাতকতা’র বদলা নিল মহারাষ্ট্রবাসীরা৷ শুধুমাত্র ভাল ফলাফলই নয়, বিজেপির চেয়ে এগিয়ে গেল ইন্ডিয়া জোট৷ শেষ পাওয়া খবর অনুযায়ী, মহারাষ্ট্রের ৪৮ আসনের মধ্যে উদ্ধব ঠাকরের শিবসেনা-এনসিপির ইন্ডিয়া জোট এগিয়ে রয়েছে ৩১টি আসনে৷ শিণ্ডের শিবসেনা আর বিজেপির এনডিএ ১৬টিতে৷ অন্যান্য এগিয়ে ১টিতে৷ গুরুত্বপূর্ণ প্রার্থীদের মধ্যে কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল এগিয়ে রয়েছেন মুম্বই নর্থ আসন থেকে৷ এনসিপি প্রধান শরদ পওয়ারের মেয়ে সুপ্রিয়া সুলে এগিয়ে রয়েছেন বারামতি কেন্দ্র থেকে৷ তাঁর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন উপ মুখ্যমন্ত্রী অজিত পওয়ারের স্ত্রী সুনেত্রা৷ বারামতী থেকে পিছেয়ে রয়েছেন তিনি৷ কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গডকড়ি এগিয়ে রয়েছেন নাগপুর কেন্দ্র থেকে৷ বিড লোকসভা কেন্দ্র থেকে পিছিয়ে রয়েছেন বিজেপির পঙ্কজা মুণ্ডে৷ উদ্ধবপন্থী সেনার একনিষ্ঠ কর্মী সঞ্জয় রাউত ট্রেন্ডের প্রেক্ষিতে বলেন, ‘‘মহা বিকাশ আগাড়ি জোটই (উদ্ধব ঠাকরের শিবসেনা (ইউবিটি) এবং শরদ পওযারের এনসিপি) জিতবে মহারাষ্ট্রে৷ দেশজুড়ে ইন্ডিয়া জোট জিতবে ২৯৫টি আসনে৷’। ২০১৪-র লোকসভা নির্বাচন হোক কী ২০১৯-এর মহারাষ্ট্র নিয়ে বিশেষ চিন্তায় ছিল না বিজেপি৷ কারণ, বালাসাহেব ঠাকরের উত্তরসূরী উদ্ধব ঠাকরের হাত ছিল তাদের সঙ্গে৷ কিন্তু, ২০১৯ এবং ২০২৪ এর মাঝখানে অনেক কিছু ঘটে গেছে মহারাষ্ট্রের রাজনীতিতে৷ ভেঙে দু’টুকরো হয়েছে উদ্ধবের শিবসেনা, হয়েছে শরদ পওয়ারের এনসিপি-ও৷ উদ্ধব ঠাকরে হারিয়েছে দলের নাম এবং চিহ্ন৷ বিজেপির সঙ্গে হাত মিলিয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর পদ থেকে তাঁকে উৎখাত করেছেন একনাথ শিণ্ডে৷ অন্যদিকে, কাকা-ভাইপোর মধ্যে উষ্মাকে ধুনো দিয়ে এনসিপিতে-ও ভাঙন ধরিয়েছে গেরুয়া শিবির৷ তা সত্ত্বেও, রাজনীতির কারবারিরা আন্দাজ করছিলেন, উনিশের মতো ৪৮টি আসনের মধ্যে ৪২টাই দখল করা ততটা সহজ হবে না নয় বিজেপি জোটের জন্য৷ বরং, মাটি কামড়ে, এক ইঞ্চি জমির জন্য জান লড়িয়ে দেবে উদ্ধব-পওয়াররা৷ বাস্তবে হয়েছেও তা-ই৷ তার উপরে নির্বাচিত সরকার ‘ষড়যন্ত্র’করে ফেলে দেওয়ার অভিযোগ তুলেছিল উদ্ধবের শিবসেনা, এনসিপি৷ তাদের সেই ‘বিশ্বাসঘাতকতা’ শিকার হওয়ার প্রচারও কাজে এসেছে বলে মনে করছেন রাজনীতির কারবারিদের একাংশ৷
Related Posts
অধীর জমানার অবসান, পশ্চিমবঙ্গের নতুন প্রদেশ কংগ্রেসের সভাপতি হলেন শুভঙ্কর সরকার
প্রদেশ কংগ্রেস সভাপতি করা হল শুভঙ্কর সরকারকে। সর্বভারতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে তাঁকে বাংলায় কংগ্রেসের ক্যাপ্টেন হিসাবে মনোনীত করেছেন। ২০২৪ সালের ৩০ অগস্ট তিনি সর্বভারতীয় কংগ্রেস কমিটির সম্পাদক হিসাবে নিযুক্ত হয়েছিলেন। এছাড়াও মেঘালয় প্রদেশ কংগ্রেস কমিটি ও মিজোরাম প্রদেশ কংগ্রেস কমিটির স্টেট ইন চার্জের দায়িত্বেও ছিলেন তিনি। এবার সেই শুভঙ্কর সরকারকেই বাংলায় প্রদেশ কংগ্রেস কমিটির […]
একটানা বৃষ্টিতে বিপর্যস্ত অসম, ক্ষতিগ্রস্ত দেড় লক্ষের বেশি মানুষ
ফুঁসছে ব্রহ্মপুত্র, টানা বর্ষণে বাড়ছে নদীর জলস্তর। বন্যা পরিস্থিতিতে বিপর্যস্ত অসম। অসম স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি জানিয়েছে কেবল করিমগঞ্জেই ক্ষতিগ্রস্ত হয়েছেন দেড় লক্ষের বেশি মানুষ। ১৩০০ একরের বেশি জমি জলের নিচে, ক্ষতিগ্রস্ত ৫০ হাজারের বেশি পশু। সবথেকে বেশি ক্ষতি হয়েছে করিমগঞ্জেই। সেখানকার বদরপুরে ভূমিধসের কারণে মৃত্যু হয়েছে শিশু সহ ৫ জনের। তাঁরা হলেন রয়মুন নিশা(৫৫), […]
চেন্নাইয়ে ভোট দিলেন রজনীকান্ত, কমল হাসান, বিজয় সেতুপতি, ধনুষ
দেশের ২১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ১০২ আসনে আজ প্রথম দফার ভোটগ্রহণ চলছে। তামিলনাড়ুর সব আসনেই আজ ভোট। শুক্রবার সকাল সকাল ভোটাধিকার প্রয়োগ করতে বুথে পৌঁছে যান দক্ষিণের প্রথমসারির মেগাস্টাররা। ভোরবেলায় বুথে গিয়ে ভোট দিলেন রজনীকান্ত। তারপর ভক্তদের সঙ্গে ছবিও তোলেন। খানিকক্ষণ পর সেই একই বুথে গিয়ে ভোট দিলেন অভিনেতা ধনুষ। ভোটাধিকার প্রয়োগ করতে […]