চাকরি বাতিল নিয়ে তোলপাড় রাজ্য-রাজনীতি। লোকসভা ভোট ঘোষণার পর চতুর্থ বঙ্গসফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার মালদা উত্তরে ভোটপ্রচার করলেন মোদি। রাজ্যে তৃতীয় দফায় আগামী ৭ মে ভোট রয়েছে মালদার দুই আসনে। তার আগেই প্রচারে এসে এসএসসি শিক্ষক নিয়োগ দুর্নীতির প্রসঙ্গ তুলে ধরে রাজ্যের শাসকদলকে আক্রমণ করলেন মোদি। নরেন্দ্র মোদির বক্তব্য, ‘তৃণমূল রাজ্যের যুবক-যুবতীদের ভবিষ্যৎ নিয়ে খেলা করছে। এদের জন্য শিক্ষা ক্ষেত্রে এমন দুর্নীতি হয়েছে যে, ২৬ হাজার পরিবারের সুখ কেড়ে নিয়েছে। রুজিরুটি চলে গিয়েছে। যুব সমাজের উন্নতির সমস্ত পথ বন্ধ করে দিয়েছে তৃণমূল।’ তারই সঙ্গে বিজেপির সরকার বাংলার জন্য কী করেছে তারও খতিয়ান দেন প্রধানমন্ত্রী। এদিন মালদার সভা থেকে কংগ্রেস ও তৃণমূলকে একযোগে আক্রমণ করেন মোদি। তাঁর দাবি, কংগ্রেস এবং তৃণমূলের জোট রয়েছে। তুষ্টিকরণের জন্য এই দুই দল যা খুশি করতে পারে। মালদহে মন্তব্য করেন প্রধানমন্ত্রী মোদি। তিনি আরও বলেন, ‘তুষ্টিকরণের জন্য তৃণমূল এবং কংগ্রেস সিএএ বিরোধিতা করছে।’
Related Posts
উত্তরবঙ্গ মেডিক্যালে লাগাতার ছাত্র আন্দোলনের জের নতিস্বীকার, পদত্যাগ ডিন ও সহকারী ডিনের
উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে লাগাতার ছাত্র আন্দোলনের জেরে নতিস্বীকার। পদত্যাগ করলেন ডিন সন্দীপ সেনগুপ্ত এবং অ্যাসিস্ট্যান্ট ডিন সুদীপ্ত শীল। প্রায় ঘণ্টাছয়েক পড়ুয়াদের আন্দোলন-বিক্ষোভের পর পদত্যাগ করেন তাঁরা। দীর্ঘদিন ধরে জমে থাকা ক্ষোভের বহিঃপ্রকাশ হল উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। পড়ুয়া চিকিৎসকদের ওপর অমানবিক অত্যাচার, টিএমসিপি ইউনিটের নামে হুমকি ও তোলাবাজির অভিযোগে সরব হলেন চিকিৎসক-পড়ুয়ারা। […]
পশ্চিম মেদিনীপুরে প্রচুর নগর অর্থ সহ গ্রেফতার বিজেপি নেতা! এসপিকে বদলি করল নির্বাচন কমিশন! ‘এটাই মোদির গ্যারান্টি’ কটাক্ষ অভিষেকের
ষষ্ঠ দফায় নির্বাচন রয়েছে মেদিনীপুর কেন্দ্রে। এর মাঝেই পশ্চিম মেদিনীপুর জেলার এসপিকে বদলির সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। আজ, সোমবার পঞ্চম দফার ভোটের মাঝেই এই মর্মে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যদিও, বিষয়টি নিয়ে সরব হয়েছেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার সন্ধ্যায় জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে বিজ্ঞপ্তি দিয়ে পশ্চিম মেদিনীপুর জেলার আইপিএস […]
নবান্ন অভিযানে গুলি চলার হুঁশিয়ারির পর এবার ‘৪ ছাত্রনেতা নিখোঁজ’, দাবি শুভেন্দু অধিকারীর
আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে নানা আন্দোলন এখন শুরু হয়েছে রাজ্যজুড়ে। তার প্রেক্ষিতে এবার রাজ্য সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামছে ছাত্র সমাজ। আজ, মঙ্গলবার তাদের নবান্ন অভিযান রয়েছে। ইতিমধ্যেই চারিদিকে পুলিশের নিরাপত্তার ঘেরাটোপ বসে গিয়েছে। যাতে অশান্তির বাতাবরণ তৈরি না হয়। কোনও অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে […]