রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ দাবি করেন, বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির সঙ্গে এনআইএ এসপি ধনরাম সিংয়ের ৫২মিনিটের বৈঠক হয়েছে ৷ এই এনআইএ এসপি’র বিরুদ্ধে তদন্ত করুক পুলিশ, দাবি কুণালের ৷ তৃণমূল মুখপাত্রের দাবি, ভোটের আবহে অভিযোগ, নিউটাউনে এনআইএ-এর এসপি ধনরাম সিংহের বাড়ির ভিসিটর বুকে জিকে তিওয়ারির নাম। ধনরাম সিংয়ের বাড়িতে গিয়েছিলেন জিতেন্দ্র তিওয়ারি। জে জিরো সিক্স সিক্স ফ্ল্যাটে গিয়েছিলেন। গিয়েছিলেন সন্ধ্যা সাড়ে ছটায়। ছিলেন সন্ধ্যা সাতটা বাইশ মিনিট পর্যন্ত। কুণালের অভিযোগ, ”ধনরাম সিং স্বরাষ্ট্র মন্ত্রকের আস্থাশীল। এই ভদ্রলোকের সরাসরি স্বরাষ্ট্র মন্ত্রকের কাছাকাছি সম্পর্ক আছে। হোম মিনিষ্ট্রি জড়িত। এটা পুরোপুরি বিজেপি ও এনআইএ-এর পরিকল্পিত চক্রান্ত।” তৃণমূলের সাংবাদিক বৈঠকের মাঝেই এ নিয়ে ট্যুইটও করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। এনআইএ এসপি ধনরাম সিংকে বহিষ্কার করুন নির্বাচন কমিশন৷ BJP-র বিরুদ্ধে ফের একবার ‘এজেন্সি রাজনীতি’-র অভিযোগ তুলে সরব হলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। নির্বাচনী আদর্শ আচরণবিধি লাগু হওয়ার পর NIA আধিকারিকের বাড়িতে গিয়েছিলেন BJP নেতা জিতেন্দ্র তিওয়ারি, সাংবাদিক বৈঠকে এমনটাই দাবি করলেন তিনি। কুণালের দাবি, ‘মানুষ জেনে গিয়েছে, BJP-র ক্যাডার হিসেবে NIA-কে ব্যবহার করা হচ্ছে।’ ভূপতিনগর বিস্ফোরণের তদন্তে গিয়ে শনিবার ‘আক্রান্ত’ হতে হয় NIA-কে। এরপরেই গ্রেফতার করা হয় দুই তৃণমূল নেতা বলাইচরণ মাইতি এবং মনোব্রত জানাকে। এরপর থেকেই তপ্ত রাজনৈতিক মহল। ভোটের সময় এজেন্সিগুলিকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হচ্ছে বলে দাবি করা হল তৃণমূলের পক্ষ থেকে।এর আগে জলপাইগুড়ির প্রচারসভা থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, রামনবমী নিয়ে নিজেরাই বাংলায় হিংসা ছড়িয়েছে । তারপর এনআইএ’কে পাঠিয়ে দিয়েছে ।
Related Posts
রাজভবনের অন্দর নয়, নর্থ গেটের সামনের সিসিটিভি ফুটেজে প্রকাশ্যে অভিযোগকারিণীর মুখ!
সিসিটিভি ফুটেজ প্রকাশের নামে কার্যত প্রহসন করলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। অভিযোগ উঠেছিল, রাজভবনের কনফারেন্স রুমে শ্লীলতাহানি করা হয়েছে ভবনের অস্থায়ী মহিলা কর্মীর। সেই অভিযোগ খতিয়ে দেখতে ফুটেজ চেয়েছিল কলকাতা পুলিশের বিশেষ তদন্তকারী দল। কিন্তু পুলিশের সেই আবেদন নাকচ করে দিয়ে একেবারে জনসমক্ষে সেই সিসিটিভি প্রকাশ করলেন রাজ্যপাল। কিন্তু অন্দরমহল নয়, রাজভবনের মেন গেটের […]
‘আন্দোলনকে কালিমালিপ্ত করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী’, অভিযোগ জুনিয়র চিকিৎসকদের
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এবার তাঁদের আন্দোলনকে কালিমালিপ্ত করার অভিযোগ আনলেন জুনিয়র চিকিৎসকরা৷ এ দিন সন্ধ্যায় স্বাস্থ্য ভবনের সামনে বৈঠক করেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা৷ আন্দোলনকারীদের পক্ষে অমৃতা নামে এক জুনিয়র চিকিৎসক বলেন, ‘বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আমাদের আন্দোলনকে কালিমালিপ্ত করতে চেয়েছেন৷’ একই সঙ্গে চিকিৎসকরা জানিয়ে দেন, কোনওভাবেই তাঁদের আন্দোলনকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেওয়া […]
‘ঝড়ে ক্ষতিগ্রস্তদের বাড়ি তৈরির অনুমতি দেয়নি কমিশন’, ক্ষোভ প্রকাশ অভিষেকের
জলপাইগুড়িতে সাম্প্রতিক ঝড়ে ভেঙে গিয়েছে বেশকিছু বাড়ি। আর সেই বাড়িগুলি তৈরি করতে অনুমোদন দেওয়ার জন্য নির্বাচন কমিশনের কাছে আবেদন জানিয়েছিল রাজ্য সরকার। কিন্তু সেই অনুমতি দেওয়া হল না। সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক্ষেত্রে রাষ্ট্রপতির সঙ্গেও দেখা করবেন বলে জানিয়ে দেন অভিষেক। বুধবার সন্ধ্যায় এক সাংবাদিক বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, […]