রবিবার একই জেলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা। এই নিয়ে মোট তিনবার একই জেলায় একই দিনে সভা করছেন মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী। এদিন রাজ্যে পরপর চারটি সভা করবেন প্রধানমন্ত্রী। শেষ সভা হাওড়ায়। আবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও তাঁর শেষ সভা হাওড়াতেই করবেন। উলুবেড়িয়া লোকসভায় মমতা এদিন তাঁর দ্বিতীয় নির্বাচনী সভা করতে চলেছেন। মূলত উলুবেড়িয়া লোকসভার অধীনে আমতায় এই সভা করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। প্রধানমন্ত্রী সভা বিকেল চারটের পরে হলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা অবশ্য দুপুর তিনটে নাগাদ। এর আগে কোচবিহার ও বর্ধমান জেলায় একই দিনে সভা করেছেন মোদি- মমতা। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম ব্যারাকপুর লোকসভার অধীনে আমডাঙায় সভা করবেন। দুপুর ১টার পর এই সভা করার কথা মুখ্যমন্ত্রীর। তারপর সেখান থেকে সরাসরি যাবেন হাওড়ার উলুবেড়িয়াতে। দুই হেভিওয়েটের লড়াইতে রবিবারের রাজনৈতিক উত্তাপ যে যথেষ্ট বাড়বে তাতে কোনও সন্দেহ নেই। লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হওয়ার পর নবম বারের জন্য রাজ্যে প্রচার কর্মসূচিতে এসেছেন মোদি। ইতিমধ্যেই কলকাতায় এসে পৌঁছে গিয়েছেন প্রধানমন্ত্রী। শনিবার রাতে রাজভবনে থেকে টানা পরপর চারটি সভা করবেন মোদি। যা নিয়ে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা। সম্প্রতি একই দিনে পরপর চারটি সভা মোদি করেননি। এদিন সকালে রাজভবন থেকে বেরিয়ে বিশেষ হেলিকপ্টারে করে ব্যারাকপুরের উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী। ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের সমর্থনে সভা করবেন প্রথমে। প্রধানমন্ত্রী আজ যে চার কেন্দ্রে প্রচার করবেন, তার সব ক’টিতেই আগামী ২০ মে ভোটগ্রহণ।
Related Posts
‘ভোট যাদের দিতে দেওয়া হয়নি’, তাদের নাম নথিভুক্ত করতে ওয়েবসাইট চালু করল শুভেন্দুর
সম্প্রতি সম্পন্ন হওয়া লোকসভা নির্বাচন এবং বিধানসভা উপনির্বাচনে বেছে বেছে হিন্দুদের ভোট দিতে দেওয়া হয়নি বলে অভিযোগ তুলেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি আরও জানিয়েছিলেন, যারা ভোট দিতে পারেনি তাদের জন্য একটি পোর্টাল চালু করা হবে। সেই পোর্টালে ওই সমস্ত ভোটাররা নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন। সেই ঘোষণা মতোই পোর্টাল চালু করল বিজেপি। সোমবার রাতে […]
অনুমতি দিক বা না-দিক, ৪৮ ঘণ্টার মধ্যে দুর্গতরা মাথাপিছু ১ লক্ষ ২০ হাজার টাকা করে পাবেন: অভিষেক
অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, জলপাইগুড়িতে ঝড়ে যাঁদের বাড়ি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাঁদের মাথাপিছু ১ লক্ষ ২০ হাজার দেওয়া হবে। অনুমতি মেলেনি নির্বাচন কমিশনের। কিন্তু জলপাইগুড়ির ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাথাপিছু ১ লক্ষ ২০ হাজার টাকা দেওয়া হবে বলে জানিয়ে দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার জলপাইগুড়ির সভা থেকে তিনি ঘোষণা করেন, ঝড়ে যাঁদের বাড়ি সম্পূর্ণভাবে […]
ভাঙড়ে চোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যুর ঘটনায়, সিসিটিভি ফুটেজ দেখে ২ জনকে গ্রেফতার করল পুলিশ
ভাঙড়ে চোর সন্দেহে পিটিয়ে মারার ঘটনায় দু’জনকে গ্রেফতার করল ভাঙড় থানার পুলিশ। ধৃতদের নাম সাবিরুল মোল্লা ও সৈকত মণ্ডল। সিসিটিভির ফুটেজ দেখার পরেই এই দু’জনকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। দু’জনকে বারুইপুর আদালতে তুলে নিজেদের হেফাজত নেওয়ার আবেদন জানানো হবে বলে পুলিশ সূত্রে খবর। রবিবারের সকালে ভাঙড়ের ভরা বাজারে চোর সন্দেহে এক ব্যক্তিকে […]