সুপ্রিমকোর্টের নির্দেশ সত্ত্বেও কর্মবিরতি চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অনড় বাংলার চিকিৎসকরা

কর্মবিরতি চলবে। সুপ্রিম নির্দেশের পরেও নিজেদের অবস্থানে অনড় আরজি কর হাসপাতালের আন্দোলনরত চিকিৎসকরা। বৃহস্পতিবার রাতে জুনিয়র ডাক্তাররা জানিয়ে দেন, তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন। আরজি করের পাশাপাশি বাংলার সব মেডিক্যাল কলেজে কর্মবিরতি চলবে বলেও জানানো হয়েছে। বৃহস্পতিবার রাতে আন্দোলনরত চিকিৎসকদের তরফে জানানো হয়, কর্মবিরতি তাঁরা তুলছেন না। হাসপাতালের জরুরি বিভাগ যেমন চালু ছিল, তেমন চালু থাকবে। তবে নন-এমার্জেন্সি বিভাগে কর্মবিরতি তাঁরা চালিয়ে যাবেন। আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসকের খুনের ঘটনার পর থেকেই কর্মবিরতি চালিয়ে আসছেন জুনিয়র ডাক্তাররা। এর আগে মুখ্যমন্ত্রীর এবং স্বাস্থ্য সচিবের তরফে ডাক্তারদের কর্মবিরতি তুলে নেওয়ার জন্য আবেদন করা হয়েছিল। আজ, বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট চিকিৎসকদের কর্মবিরতি তুলে নেওয়ার জন্য বলে। তবে, নিজেদের দাবিতে অনড় রয়েছেন চিকিৎসকরা। এর আগে আন্দোলনরত চিকিৎসকরা জানিয়েছিলেন, বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে তদন্তের গতিপ্রকৃতি সম্পর্কে দেখে পরবর্তী সিদ্ধান্ত নেবেন। শীর্ষ আদালতে এদিন স্টেটাস রিপোর্ট জমা দেয় সিবিআই। আরজি করে হামলার ঘটনা নিয়েও স্টেটাস রিপোর্ট জমা দেয় রাজ্য। আরজি করের চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে ইতিমধ্যে CISF মোতায়েন করা হয়েছে।তবে, চিকিৎসকদের কর্মবিরতি তুলে নেওয়ার অনুরোধ জানালেও সুপ্রিম কোর্ট এদিন জানিয়ে দেয়, কর্মবিরতি করার জন্য চিকিৎসকদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হবে না। সুপ্রিম কোর্টের শুনানির পর আন্দোলনরত চিকিৎসকদের জেনারেল বডির মিটিং হয়। মিটিং শেষে কর্মবিরতি চলবে বলেই সিদ্ধান্ত গৃহীত হয়।

error: Content is protected !!