২০২৬ সালে রণবীর কাপুর-অভিনীত ‘অ্যানিমাল’-এর সিক্যুয়েলের কাজ শুরু হবে বলে জানা যাচ্ছে। সম্প্রতি একটি অ্যাওয়ার্ড শোতে এসে এমনটাই জানালেন ছবির পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা। ‘অ্যানিমাল’ সিনেমা দেখেনি এখন খুব কম মানুষ আছে। সেই ছবিতে রণবীর কাপুরের অভিনয় মুগ্ধ করেছে সকলকেই। এই ছবির শেষেই পরিচালক দেখিয়েছিলেন যে এই সিনেমার সিক্যুয়েল আসছে। ভক্তরা অনেকেই মুখিয়ে আছেন এই সিক্যুয়েলের জন্য, যার নাম ‘অ্যানিমাল পার্ক’। সন্দীপ রেড্ডি ভাঙ্গা সম্প্রতি একটি পুরস্কার অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন, যেখানে তিনি একটি পুরস্কারও পান। পুরস্কার গ্রহণ করার সময়, হোস্টরা তাঁকে রণবীর কাপুর-অভিনীত ‘অ্যানিমাল’ সিক্যুয়েল ‘অ্যানিমাল পার্ক’ সম্পর্কে কিছু বিশদ প্রকাশ করতে বলেছিলেন। তখনই তিনি বলেন যে ছবিটি ২০২৬ সালে ফ্লোরে যাবে। তিনি আরও যোগ করেন যে ‘অ্যানিমাল পার্ক’ আসলে ‘অ্যানিমাল’-এর চেয়ে বড় এবং আরও বন্য একটি সিনেমা হবে। যদিও এমন দাবি তিনি আগেও করেছিলেন। ছবির দ্বিতীয় পর্বে রণবীর কাপুর যে থাকছেন সে বিষয়ে প্রথম ভাগেই পরিষ্কার করে দিয়েছেন সন্দীপ। তবে ছবির বাকি চরিত্রে কারা থাকছেন তা এখনও নিশ্চিত করে কিছু জানা যায়নি। অন্যদিকে স্বল্প পরিসরে দুর্দান্ত অভিনয় করে লাইমলাইট ছিনিয়েছেন মূক আব্রার হক অর্থাৎ ববি দেওল। অ্যানিম্যালে তাঁকে মরতে হয়েছিল। ফলে অ্যানিম্যাল পার্কে খলনায়কের চরিত্রে কাকে দেখা যাবে সেই নিয়ে দর্শকদের মধ্যে তীব্র আগ্রহ তৈরি হয়েছে। ইন্ডাস্ট্রির অন্দরে কানাঘুষো খবর, ‘অ্যানিম্যাল পার্ক’এ খলনায়কের চরিত্রে ভিকি কৌশলকে দেখা যেতে পারে। যদিও সেই খবরে অভিনেতা কিংবা পরিচালকের তরফে এখনও কোন নিশ্চিতকরণ মেলেনি।
Related Posts
এখনই মুক্তি পাচ্ছে না ‘আমার বস’
লোকসভা নির্বাচনের পর টলিপাড়ায় একাধিক ছবির মুক্তির কথা শোনা যাচ্ছে। এর মধ্যে বেশ কিছু ছবির মুক্তির দিন আগেই ঘোষণা করা হয়েছিল। যেমন, নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত ‘আমার বস’। ঘোষণা করা হয়েছিল, ছবিটি আগামী ২১ জুন মুক্তি পাবে। কিন্তু এখন টলিপাড়ার অন্দরে গুঞ্জন, ছবিটির মুক্তি নাকি পিছিয়ে যাচ্ছে। ২১ বছর পর আবার এই ছবির […]
মুম্বইয়ের বান্দ্রায় বহুতল থেকে ঝাঁপ দিয়ে ‘আত্মঘাতী’ বলিউড অভিনেত্রী মালাইকার বাবা
বলিউড অভিনেত্রী মালাইকা অরোরার বাবা বুধবার সকালে আত্মঘাতী হয়েছেন বলে খবর। মুম্বইয়ের বান্দ্রায় নিজের অ্যাপার্টমেন্ট বিল্ডিং থেকে ঝাঁপ দেন অনিল অরোরা বলে প্রাথমিক তদন্তের পর অনুমান পুলিশের। সকাল ৯টার দিকে ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে। ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছেছে বান্দ্রা পুলিশ ও ক্রাইম ব্রাঞ্চ টিম। তবে পুলিশ সূত্রে খবর, কোনও সুইসাইড নোট মেলেনি। মনে করা হচ্ছে, […]
‘অভিযোগ ভিত্তিহীন’, অডিও কাণ্ডে তৃণমূলের তারকা সাংসদ দেবকে ক্লিনচিট দিল কলকাতা হাইকোর্ট
নিয়োগ দুর্নীতি কাণ্ডে দেবের নামও জড়ানো হয়েছিল। একটি ভাইরাল অডিও-র ভিত্তিতে ঘাটালের হ্যাটট্রিক করা সাংসদের নামে মামলা করা হয়েছিল কলকাতা হাইকোর্টে। চাওয়া হয়েছিল সিবিআই তদন্ত। সেই অডিয়োর উপর ভিত্তি করে দাবি করা হয় দেবও নাকি এই দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন। এ হেন অভিযোগ পাওয়ার পর হাইকোর্টের তরফে সিবিআইয়ের মতামত জানতে চাওয়া হয়। এরপর সেই তদন্তকারী […]