২০২৬ সালে ফ্লোরে যাবে ‘অ্যানিমাল পার্ক’

২০২৬ সালে রণবীর কাপুর-অভিনীত ‘অ্যানিমাল’-এর সিক্যুয়েলের কাজ শুরু হবে বলে জানা যাচ্ছে। সম্প্রতি একটি অ্যাওয়ার্ড শোতে এসে এমনটাই জানালেন ছবির পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা। ‘অ্যানিমাল’ সিনেমা দেখেনি এখন খুব কম মানুষ আছে। সেই ছবিতে রণবীর কাপুরের অভিনয় মুগ্ধ করেছে সকলকেই। এই ছবির শেষেই পরিচালক দেখিয়েছিলেন যে এই সিনেমার সিক্যুয়েল আসছে। ভক্তরা অনেকেই মুখিয়ে আছেন এই সিক্যুয়েলের জন্য, যার নাম ‘অ্যানিমাল পার্ক’। সন্দীপ রেড্ডি ভাঙ্গা সম্প্রতি একটি পুরস্কার অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন, যেখানে তিনি একটি পুরস্কারও পান। পুরস্কার গ্রহণ করার সময়, হোস্টরা তাঁকে রণবীর কাপুর-অভিনীত ‘অ্যানিমাল’ সিক্যুয়েল ‘অ্যানিমাল পার্ক’ সম্পর্কে কিছু বিশদ প্রকাশ করতে বলেছিলেন। তখনই তিনি বলেন যে ছবিটি ২০২৬ সালে ফ্লোরে যাবে। তিনি আরও যোগ করেন যে ‘অ্যানিমাল পার্ক’ আসলে ‘অ্যানিমাল’-এর চেয়ে বড় এবং আরও বন্য একটি সিনেমা হবে। যদিও এমন দাবি তিনি আগেও করেছিলেন। ছবির দ্বিতীয় পর্বে রণবীর কাপুর যে থাকছেন সে বিষয়ে প্রথম ভাগেই পরিষ্কার করে দিয়েছেন সন্দীপ। তবে ছবির বাকি চরিত্রে কারা থাকছেন তা এখনও নিশ্চিত করে কিছু জানা যায়নি। অন্যদিকে স্বল্প পরিসরে দুর্দান্ত অভিনয় করে লাইমলাইট ছিনিয়েছেন মূক আব্রার হক অর্থাৎ ববি দেওল। অ্যানিম্যালে তাঁকে মরতে হয়েছিল। ফলে অ্যানিম্যাল পার্কে খলনায়কের চরিত্রে কাকে দেখা যাবে সেই নিয়ে দর্শকদের মধ্যে তীব্র আগ্রহ তৈরি হয়েছে। ইন্ডাস্ট্রির অন্দরে কানাঘুষো খবর, ‘অ্যানিম্যাল পার্ক’এ খলনায়কের চরিত্রে ভিকি কৌশলকে দেখা যেতে পারে। যদিও সেই খবরে অভিনেতা কিংবা পরিচালকের তরফে এখনও কোন নিশ্চিতকরণ মেলেনি।

error: Content is protected !!