১৫ জুন থেকে তিন মাসের জন্য ডুয়ার্সের জঙ্গলগুলিতে বন্ধ হচ্ছে জঙ্গল সাফারি। ১৫ সেপ্টেম্বর ফের জঙ্গল খুলে যাবে। রবিবার একথা জানিয়েছেন গোরুমারা উদ্যানের বুধুরাম বিটের বিট অফিসার সুরজিৎ ওরাওঁ। বনদপ্তর জানিয়েছে, বর্ষার মরশুম শুরু হচ্ছে। এই সময় বন্য-জন্তুদের প্রজননের সময়। তাই প্রতি বছরই এই সময় জঙ্গলে সাধারণের প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়। সুরজিৎ ওরাওঁ বলেন, এই সময় জঙ্গল সাফারি বন্ধ করে দেওয়ার প্রাকৃতিক নানা কারণ রয়েছে। তিন মাস ডুয়ার্সের সমস্ত জঙ্গল বন্ধ থাকে। তবে পর্যটকদের সংখ্যা দুর্গাপুজোর সময় থেকে বাড়তে থাকে। জানুয়ারি মাসেও প্রচুর পর্যটক আসে। তবে বর্ষার মরশুমে জঙ্গলে নানা সমস্যা হতে পারে। এছাড়া বন্যপ্রাণীদের প্রজননের সময়। সে কারণেই সাফারি বন্ধ করে দেওয়া হয়।
Related Posts
‘হাইকোর্টের রায় বেআইনি, সুপ্রিমকোর্টে যাব’, চাকরিহারাদের পাশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যাপাধ্যায়
‘হাইকোর্টের রায় বেআইনি, শীর্ষ আদালতে যাব’। সোমবার শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের রায় নিয়ে চাকুলিয়ার জনসভা থেকে গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণীর সমর্থনে চাকুলিয়ায় এসে হাইকোর্টের রায় নিয়ে মন্তব্য করেন তৃণমূল সুপ্রিমো। তিনি বলেন, ‘২৬ হাজার শিক্ষকদের চাকরি চলে যাবে, এমন বোমা। হতাশ হবেন না। কেউ জীবনের ঝুঁকি নেবেন […]
সরকারি পাসওয়ার্ড চুরি করে লক্ষ্মীর ভান্ডার টাকা হাতানোর অভিযোগে গ্রেফতার বিজেপির বুথ সভাপতি সহ ৩
লক্ষ্ণীর ভান্ডার দেওয়া হয় গৃহবধূদের। সেই জায়গায় তা পেয়েছেন এক পুরুষ। খানাকুলের বিডিওর অভিযোগের ভিত্তিতে পূর্ব মেদিনীপুরের ময়না থেকে গ্রেফতার এক বিজেপিপর বুথ সভাপতি। ধৃত ব্যক্তি স্বীকারও করেছেন তিনি টাকা পেয়েছেন। হুগলির খানাকুল দু নম্বর ব্লকের বিডিও অফিসে কারচুপি করে বিজেপির বুথ সভাপতি সহ তার ছেলে ও কয়েকজন পেয়েছিল লক্ষীর ভান্ডারের টাকা। আর এনিয়ে খানাকুল […]
‘যাঁদের বাড়ি একদম ভেঙে গিয়েছে, প্রশাসন ২ কিস্তিতে ১ লক্ষ ২০ হাজার টাকা দেবে’, জানালেন মুখ্যমন্ত্রী
আগেই সার্ভে হয়েছিল। সার্ভে যাঁরা করেছিলেন তাঁরা মন দিয়ে করেননি। ঘূর্ণিঝড়ে যাঁদের বাড়ি ভেঙেছে সেখানে নতুন করে সার্ভে হচ্ছে। যাঁদের বাড়ি একদম ভেঙে গিয়েছে, প্রশাসন তাঁকে ২টি কিস্তিতে ১ লক্ষ ২০ হাজার টাকা পাবেন। ‘বাংলার বাড়ি প্রকল্পে’ যে টাকাটা দেওয়া হয়। যাঁরা ইতিমধ্যে ২০ হাজার পেয়ে গিয়েছেন, তাঁরা প্রথম কিস্তিতে আরও ৪০ পাবেন। প্রথম পর্যায়ে […]