কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য ইউনিফায়েড পেনশন স্কিম বা অভিন্ন পেনশন প্রকল্পের সূচনা করল নরেন্দ্র মোদি সরকার৷ শনিবারই এই নতুন প্রকল্পের ঘোষণা হয়ে গেল৷ এবার থেকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরাই ঠিক করবেন, তাঁরা ন্যাশনাল পেনশন স্কিম (এনপিএস)-এর আওতায় থাকবেন না কি বিকল্প হিসেবে ইউনিফায়েড পেনশন স্কিম (ইউপিএস)-কে বেছে নেবেন৷ একই ভাবে রাজ্য সরকারগুলিও নিজেদের কর্মচারীদের জন্য ইউপিএস-কে বেছে নিতে পারবে৷ ১ এপ্রিল, ২০২৫ থেকে ইউপিএস কার্যকর হবে৷ প্রথম বছর এই প্রকল্প রূপায়নের খরচ পড়বে ৬২৫০ কোটি টাকা৷ ২০০৪ সাল থেকে যাঁরা এনপিএস প্রকল্পের আওতায় অবসর গ্রহণ করেছেন, তাঁরাও নতুন এই পেনশন প্রকল্পের সুবিধা পাবেন৷রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব দাবি করেছেন, এই প্রকল্প চালুর ফলে অন্তত ২৩ লক্ষ সরকারি কর্মচারী উপকৃত হবেন৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতেই এ দিন নতুন পেনশন প্রকল্পে অনুমোদন দেয় কেন্দ্রীয় মন্ত্রিসভা৷ নতুন এই প্রকল্পে সরকারি কর্মচারীদের জন্য ন্যূনতম নিশ্চিত পেনশন, পরিবারের জন্য ন্যূনতম পেনশন পাওয়ার নিশ্চয়তা থাকছে৷ এ দিন কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই বড় প্রকল্পে ছাড় দেওয়া হয়৷ বর্তমান পেনশন প্রকল্পে কর্মচারীদের দশ শতাংশ অবদান থাকে, কেন্দ্রের অবদান থাকে ১৪ শতাংশ৷ নতুন প্রকল্পে তা বাড়িয়ে ১৮ শতাংশ করা হচ্ছে৷
Related Posts
বিজেপির ৪০০ দূরঅস্ত, ১৫০-র আশা নেই, প্রথম দফার পর হুঙ্কার রাহুলের
প্রথম দফার ভোটের পর কপালে ভাঁজ ফেলার মতো প্রশ্ন এটাই। অথচ, নরেন্দ্র মোদির দাবির সঙ্গে পরিসংখ্যানে ফারাক থেকে যাচ্ছে। মোদি নিজে বলছেন, তাঁকে তৃতীয়বার সরকারে নিয়ে আসার জন্যই নাকি গোটা ভারত উৎসবের মেজাজে ভোট দিচ্ছে। তাহলে প্রথম দফায় ভোটের হার দেখে বিজেপির শীর্ষ নেতৃত্ব টেনশনে কেন? কারণ, ২০১৯ সালের তুলনায় ভোটদানের শতকরা হার এক ধাক্কায় […]
গুজরাতে ভয়াবহ দুর্ঘটনায় মৃত ৬
সোমবার ভোরবেলায় ভয়াবহ বাস দুর্ঘটনা গুজরাতে। যাত্রীবাহী বাসের পিছনে সজোরে ধাক্কা ট্রাকের। দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ছয়জন। আহত হয়েছেন কমপক্ষে আটজন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তাঁরা। সূত্রে খবর, ভোর সাড়ে চারটে নাগাদ আহমেদাবাদ-ভদোদরা এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে, বেসরকারি বাসটি আহমেদাবাদের দিকে যাচ্ছিল। এক্সপ্রেসওয়েতে বাসের একটি টায়ার ফেটে যায়। রাস্তার পাশে বাসটি থামিয়ে টায়ার বদল করছিলেন […]
কুয়েত অগ্নিকাণ্ডে নিহত ৪৫ জনের দেহ এল ভারতে, ৫ লক্ষ করে ক্ষতিপূরণের ঘোষণা লুলু গ্রুপের
কুয়েতের মঙ্গাফে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত ৪৫ জন ভারতীয়র দেহ নিয়ে ভারতীয় বিমান বাহিনীর সি-১৩০জে বিশেষ বিমানটি শুক্রবার সকালে কোচির উদ্দেশ্যে যাত্রা করেছিল। সেটি দেশে এসে পৌঁছেছে। এর আগে ভারতের বিদেশ প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং শুক্রবার সকালে কুয়েত পৌঁছে যান। সেখানে কুয়েতি কর্তৃপক্ষের সাথে সমন্বয়ে এই মৃতদেহগুলি দেশে ফেরানোর বন্দোবস্ত করেন তিনি। তিনিও ভারতীয় বায়ুসেনার সেই […]