গুরুতর আহত অবস্থায় এক মৎস্যজীবীকে উদ্ধার করল ভারতীয় উপকূলরক্ষী বাহিনী

গুরুতর আহত অবস্থায় এক ভারতীয় মৎস্যজীবীকে উদ্ধার করল ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। গুজরাতের ভেরাওয়াল থেকে ১৩০ কিলোমিটার পশ্চিমে মাঝ সমুদ্রে দুর্ঘটনার কবলে পরে ভারতীয় মৎস্যজীবীদের নৌকা ‘‌সেন্ট ফ্রান্সিস’‌। ১ মে গভীর রাতে দুর্ঘটনার খবর পৌঁছয় ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর কাছে। খবর পেয়েই অভিযান চালিয়ে উদ্ধার করা হয় এক মৎস্যজীবীকে। মাথায় গুরুতর আঘাটি পেয়েছিল ওই মৎস্যজীবী। জানা গেছে ভেরাওয়াল রেসকিউ সাব সেন্টার থেকে খবর যায় ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর কাছে। খবর পেয়ে ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর জাহাজ সি–১৫৩ উদ্ধারকার্যে নেমে পড়ে। গুরুতর আহত অবস্থায় ভারতীয় মৎস্যজীবীকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার পর গুজরাটের স্থানীয় এক হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে স্থিতিশীল ওই মৎস্যজীবী।

error: Content is protected !!